জেগে উঠলেন কালী।
আর পাঁচটা দিনের মতোই আঁধার ঘনিয়েছিল নিউ ইয়র্কে। ধীরে ধীরে চারপাশে ফুটে উঠতে শুরু করল আলো। আলো ফুটল শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের গায়ে। সেই সঙ্গেই এক মায়াবী পরিবেশ সৃষ্টি হল নিউ ইয়র্কের আকাশে। অবাক বিস্ময়ে সকলে দেখলেন রাতের আকাশে ফুটে উঠেছেন ‘ভারতীয় দেবী’ কালী। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের গায়ে। সৌজন্যে অ্যান্ড্রু জোনস নামে এক ভিস্যুয়াল আর্টিস্ট। অ্যান্ড্রু এর আগেও এ ধরনের কাজ করেছেন। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস থেকে শুরু করে আলোর জাদুতে সাজিয়েছেন বারাণসীর ঘাট। অবশ্যই তাঁর স্বকীয় ভঙ্গিতে। বিলুপ্তপ্রায় বণ্যপ্রাণ বাঁচাতে এবং পরিবেশ দূষণ রুখতে এ বার একই ভাবে কালীর ছবি ফোটালেন ওই বহুতলের গায়ে। প্রকৃতিকে রক্ষা করতে এ বার কালীর অবতারকেই বাছলেন শিল্পী। গ্যালারির পাতায় সেই মায়াবী মুহূর্তের কয়েক ঝলক।
ছবি: টুইটার।