coronavirus

দ্বিতীয় ডোজেই শেষ নয়, করোনা থেকে বাঁচতে নিতে হতে পারে তৃতীয় ডোজও, জানাল ফাইজার

এই প্রথম করোনা প্রতিষেধকের তৃতীয় ডোজের কথা সামনে নিয়ে এল কোনও প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১২:২৮
Share:

ফাইল চিত্র।

এই প্রথম করোনা প্রতিষেধকের তৃতীয় ডোজের কথা সামনে নিয়ে এল কোনও প্রতিষেধক প্রস্তুত সংস্থা।

Advertisement

আমেরিকার সংস্থা ফাইজার করোনাভাইরাস প্রতিষেধকের আরও বেশি কার্যকরিতার জন্য তৃতীয় ডোজ নেওয়ার কথা ঘোষণা করল তারা। সংস্থার আরও দাবি, করোনার কবল থেকে বাঁচতে তার পর থেকে প্রতি বছরেও একটি করে ডোজও নিতে হতে পারে।

ফাইজারের সিইও অ্যালবার্ট বউরলা জানিয়েছেন, ভাইরাসের নতুন স্ট্রেন যে ভাবে সারা বিশ্বে সংক্রমণ ঘটাচ্ছে, তা রুখতে দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যেই একটি বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন রয়েছে। তৃতীয় ডোজের পর থেকে প্রতি বছর আবার একটি করে ডোজও নিতে হতে পারে।

Advertisement

তবে প্রতি বছর প্রতিষেধকের একটি করে ডোজ নেওয়ার প্রয়োজন রয়েছে কি না এখনও সেটি নিশ্চিত নয় বলেও জানিয়েছে সংস্থা। ফাইজার জানিয়েছে, প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে এবং সবটাই নির্ভর করছে ভাইরাসের নতুন নতুন স্ট্রেনগুলির উপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement