Viral video

মনিবের সঙ্গে যোগাসন পোষ্য কুকুরের, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেরি যে আসন করছিল, সিক্রেটও সেটাই অনুকরণ করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৯:৫২
Share:

সংগৃহীত ছবি

মনিবের সঙ্গে যোগাসন করছে পোষ্য কুকুর। আর সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখেছেন লক্ষ লক্ষ নেটাগরিক। ভিডিয়োটি দেখলে আপনিও না হেসে থাকতে পারবেন না। সংক্ষিপ্ত ভিডিয়োটি ‘মেরি অ্যান্ড সিক্রেট মেরি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পোষা অস্ট্রেলিয়ান শেফার্ডের সঙ্গে যোগাসন করছেন মেরি নামের মেয়েটি। পোষ্যের নাম সিক্রেট।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেরি মেঝেতে ম্যাট ছড়িয়ে দিলে সিক্রেটও সেটাই করে। মেরি যা করছিল, সিক্রেটও সেটাই অনুকরণ করার চেষ্টা করেছে। মেরি যে আসন করছিল, সিক্রেটও তা করার চেষ্টা করছিল। মেরি আর সিক্রেটের যোগাসন করার আবহে বাজছে একটি মিষ্টি গান।

ইতিমধ্যেই এই ভিডিয়ো প্রায় ৪০ লক্ষ নেটাগরিক দেখে ফেলেছেন। পোষ্য কুকুরের এমন আদুরে ভিডিয়ো নিমেষে মন জয় করেছে নেটাগরিকদের। অভিনেত্রী আশকা গোরাদিয়াও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিয়ো। তিনি লিখেছেন, ‘মিষ্টি চোখের জল... এটা সত্যিকারের ভালবাসা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement