প্যারিসের রাস্তায় সাঁজোয়া গাড়ির টহল। ছবি: এএফপি।
প্যারিসের হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিন জনকে আটক করল তুরস্কের সরকার। প্রশাসন সূত্রে খবর, তুরস্কের আনতালিয়া শহর থেকে তিন জনকে আটক করা হয়েছে। তদন্তে অসুবিধা হবে তাই কাদের গ্রেফতার করা হয়েছে তা বিশদে জানায়নি তুরস্কের প্রশাসন। তবে প্যারিসের হামলার তদন্তের সঙ্গে এই আটকের যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
১৩ নভেম্বর প্যারিসের কয়েকটি জায়গায় জঙ্গি হামলায় ১৩০ জন প্রাণ হারান। এর মধ্যেই পুলিশি অভিযানে প্যারিসের হামলার মূলচক্রী আবেদিউ নিহত হয়েছে। সেই অভিযানে সাত জন গ্রেফতারও হয়েছেন। ফ্রান্স দাবি করেছিল, এই হামলার জাল সিরিয়া পর্যন্ত বিস্তৃত। তুরস্কের এই গ্রেফতার সেই অভিযোগকে সত্য প্রমাণ করছে বলে মত বিশেষজ্ঞদের।