সশস্ত্র চার দুষ্কৃতীর গাড়িকে ধাওয়া ফরাসি পুলিশের

প্যারিস হামলার পর এখনও কাটেনি আতঙ্কের রেশ। এর মধ্যেই চার সশস্ত্র ব্যক্তি-সহ একটি গাড়িকে ফরাসি পুলিশ ধাওয়া করেছে বলে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১৩:৩৭
Share:

প্যারিস হামলার পর এখনও কাটেনি আতঙ্কের রেশ। এর মধ্যেই চার ‘সশস্ত্র ব্যক্তি’-সহ একটি গাড়িকে ফরাসি পুলিশ ধাওয়া করেছে বলে খবর।

Advertisement

উত্তর পশ্চিম ফ্রান্সের এবলিস অঞ্চলে একটি সাত্রোঁ বেরলিঁগো গাড়ির পিছন ধাওয়া করে ফরাসি পুলিশ। তবে এখনও সেই গাড়ির খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

প্যারিসে হামলার পর এখন গোটা দেশ জুড়েই জারি হাই অ্যালার্ট। পুলিশ এই মুহূর্তে একটি কালো সিটের গাড়ির জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে। পুলিশের দাবি বিদেশি এই গাড়িটির সঙ্গে প্যারিস হামলার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

Advertisement

গতকাল, বাগোঁলে অঞ্চলে বিস্ফোরণের শব্দ পেয়ে তত্ক্ষণাত্ সেখানে উড়ে যায় পুলিশ হেলিকপ্টার। প্রশাসন বাসিন্দাদের বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দেয়। পরে জানা যায়, কোনও বিস্ফোরণ নয়, একটি বিয়ের অনুষ্ঠানে শব্দবাজির জেরেই তৈরি হয়েছে আতঙ্ক।

ইসলামিক জঙ্গি গোষ্ঠীর নৃশংস হামলায় চলতি মাসের ১৩ তারিখ খুন হয়েছেন ১৩২ জন। আহত বহু। তার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মারা গেছে অন্তত ৭ আইএস জঙ্গিও। তাদের মধ্যে ছ‘জনই নিজেদের আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। পরের দিন প্যারিসের শহরতলীতে পুলিসের গুলিতে মারা যায় আরও দু’জন। এই জঙ্গিদের সহযোগীদের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement