imran khan

Imran Khan: বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ ইমরানের

অনাস্থা প্রস্তাবের মুখে দাঁড়িয়ে বিরোধী নেতাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি তাঁদের হুমকি দিতেও ছাড়লেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ০৫:০৬
Share:

—ফাইল চিত্র।

অনাস্থা প্রস্তাবের মুখে দাঁড়িয়ে বিরোধী নেতাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি তাঁদের হুমকি দিতেও ছাড়লেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাঁর এই আচরণের পরেই পাক রাজনীতিতে নতুন করে অশান্তির সম্ভাবনা দেখা দিয়েছে।
বালমবাটে ডার স্কাউটস গ্রাউন্ডে এক জনসভায় ইমরানের নিশানা ছিলেন তিন প্রধান বিরোধী দলের নেতা। এঁরা হলেন, মৌলানা ফজ়লুর রেহমান, আসিফ জ়ারদারি এবং শেহবাজ় শরিফ। এই তিন নেতার উদ্যোগেই ইমরানের বিরুদ্ধে পাক সংসদে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, যা নিয়ে রীতিমতো চাপে
পাক প্রধানমন্ত্রী।

Advertisement

বিরোধী তিন নেতাকে উদ্দেশ করে জনসভা থেকে ইমরান বলেন, ‘‘ওঁরা হলেন, শো-বাজ শরিফ, ডিজেল এবং ডাকু।’’ এর মধ্যে সবচেয়ে তীব্র ভাষায় তিনি আক্রমণ করেন ফজ়লুর রেহমানকে। তাঁকে ‘ডিজেল’ বলে কটাক্ষ করা প্রসঙ্গে তিনি দেশের সেনাপ্রধান কামরান বাজ়ওয়ার নামও টেনে আনেন। শুধু বিরোধী নেতাদের আক্রমণ করাই নয়, অনাস্থা প্রস্তাবে জয়ী হয়ে নিজের দলের সমর্থকদের দিয়ে বিরোধী নেতাদের ঘেরাও করে নানা ভাবে ‘অপমান’ করার পরিকল্পনার কথাও জনসভায় বলেন ইমরান।

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে ফজ়লুর রেহমান বলেন, ইমরানের উচিত ব্যক্তিগত আক্রমণ ছেড়ে রাজনৈতিক ভাবে পরিস্থিতির মোকাবিলা করা। তিনি এবং অন্য বিরোধী নেতারা অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটিতে জয়ী হওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত। তবে তাঁরা সফল হবেন কি না, তার পিছনে সেনাবাহিনী এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ভূমিকা থাকবে বলেই মনে করছে পাকিস্তানের রাজনৈতিক মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement