ফাইল চিত্র।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ নিয়ে মালয়েশিয়ার অবস্থানে ক্ষুব্ধ ভারত সে দেশ থেকে পাম তেল আমদানি নিয়ন্ত্রণ করেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিলেন, মালয়েশিয়া থেকে যত বেশি সম্ভব পাম তেল আমদানি করবেন তাঁরা। মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদের সঙ্গে দেখা করেন ইমরান।
পরে বলেন, ‘‘কাশ্মীরের বিষয়ে মালয়েশিয়ার অবস্থান মেনে নিতে পারেনি ভারত। তাই পাম তেল আমদানি বন্ধ করার হুমকি দিয়েছে। এটা আমাদের নজরে এসেছে। মালয়েশিয়া থেকে পাম তেল কিনতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’’ মহাথীরের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনা করেছেন ইমরান। তবে মালয়েশিয়ার শিল্পমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার সে দেশের পাম অয়েল কাউন্সিল বিবৃতি দিয়ে বলেছে, পাম তেল আমদানি সাময়িক ভাবে নিয়ন্ত্রণ করেছে ভারত। দু’দেশ এ নিয়ে সমাধান সূত্রে পৌঁছবে।