International News

মোদী গিয়েছেন বলে আমিরশাহি সফর বাতিল করলেন পাক সেনেটের চেয়ারম্যান

বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহি হয়ে ফ্রান্সে যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর। শুক্রবারই আবু ধাবি পৌঁছেছেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ১৭:৩৮
Share:

পাক সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। -ফাইল ছবি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন বলে ওই উপসাগরীয় দেশে তাঁর পূর্ব নির্ধারিত সফর বাতিল করলেন পাকিস্তানের সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ এই খবর দিয়েছে।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহি হয়ে বাহরাইন ছুঁয়ে ফ্রান্সে যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর। শুক্রবারই আবু ধাবি পৌঁছন মোদী।

পাক পার্লামেন্টের একটি সূত্রকে উদ্ধৃত করে দৈনিকটি জানিয়েছে, পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের আমিরশাহি সফরের কথা ছিল। সেই দলের নেতৃত্বে ছিলেন সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। কিন্তু কাশ্মীরের এখন যা পরিস্থিতি, তাতে ভারতের প্রধানমন্ত্রী থাকার সময়েই পাক প্রতিনিধিদলটি আমিরশাহিতে পৌঁছলে কাশ্মীরীদের কাছে অন্য বার্তা পৌঁছত। তাই পূর্ব নির্ধারিত ওই সফর বাতিল করা সিদ্ধান্ত নিয়েছেন পাক সেনেটের চেয়ারম্যান।

Advertisement

আরও পড়ুন- আমিরশাহি ছুঁয়ে মোদী বাহরাইনে

আরও পড়ুন- মোদীর হিন্দি কী করে বুঝলেন বেয়ার গ্রিলস? ‘মন কি বাত’-এ খোলসা করলেন প্রধানমন্ত্রী​

শনিবার ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশের শীর্ষ অসামরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ দিয়েছে আমিরশাহি সরকার। যে সম্মান এর আগে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement