সন্ত্রাসের স্বর্গ হয়ে উঠতে পারে পাকিস্তানও, আশঙ্কা ওবামার

পাকিস্তান যে সন্ত্রাসবাদী কার্যকলাপের ‘স্বর্গ’ হয়ে উঠতে পারে, আরও এক বার সেই আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। ওয়াশিংটন প্রকাশ্যে এ কথাও স্বীকার করতে পিছপা হল না যে, শুধুই দু’-চারটে বছর নয়, আরও অন্তত একটা দশক পাকিস্তানকে ‘শান্তির স্বর্গ’ ভেবেই তাদের যাবতীয় নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যেতে পারবে ‘আল-কায়েদা’, ‘ইসলামিক স্টেট (আইএস)’ বা ‘আইএসআইএল’-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৬ ১৪:৫৩
Share:

পাকিস্তান যে সন্ত্রাসবাদী কার্যকলাপের ‘স্বর্গ’ হয়ে উঠতে পারে, আরও এক বার সেই আশঙ্কা প্রকাশ করল আমেরিকা।

Advertisement

ওয়াশিংটন প্রকাশ্যে এ কথাও স্বীকার করতে পিছপা হল না যে, শুধুই দু’-চারটে বছর নয়, আরও অন্তত একটা দশক পাকিস্তানকে ‘শান্তির স্বর্গ’ ভেবেই তাদের যাবতীয় নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যেতে পারবে ‘আল-কায়েদা’, ‘ইসলামিক স্টেট (আইএস)’ বা ‘আইএসআইএল’-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো।

আর কেউ নয়। এই মন্তব্যটি খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। তিনি বলেছেন, ‘‘যতই আল-কায়েদা বা আইএস কিংবা আইএসআইএলের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে নিকেশ করতে আমরা ব্যবস্থা নিই- না কেন, আগামী এক দশকেও এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে না। আইএস, আল-কায়েদা বা আইএসআইএল নিকেশ হলেও, নতুন নতুন ছাতার তলায় নতুন নতুন সন্ত্রাসবাদী সংগঠন গজিয়ে উঠবে। আর তারা পাকিস্তান ও আফগানিস্তান-সহ এশিয়ার একটা বড় অংশ, আফ্রিকা, মধ্য আমেরিকা ও মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশকে তাদের সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর জন্য একেবারে শান্তির স্বর্গ বলেই জানে। আরও অন্তত একটা দশক ধরে তারা ওই সব দেশে তাদের নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement