পাকিস্তান যে সন্ত্রাসবাদী কার্যকলাপের ‘স্বর্গ’ হয়ে উঠতে পারে, আরও এক বার সেই আশঙ্কা প্রকাশ করল আমেরিকা।
ওয়াশিংটন প্রকাশ্যে এ কথাও স্বীকার করতে পিছপা হল না যে, শুধুই দু’-চারটে বছর নয়, আরও অন্তত একটা দশক পাকিস্তানকে ‘শান্তির স্বর্গ’ ভেবেই তাদের যাবতীয় নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যেতে পারবে ‘আল-কায়েদা’, ‘ইসলামিক স্টেট (আইএস)’ বা ‘আইএসআইএল’-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো।
আর কেউ নয়। এই মন্তব্যটি খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। তিনি বলেছেন, ‘‘যতই আল-কায়েদা বা আইএস কিংবা আইএসআইএলের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে নিকেশ করতে আমরা ব্যবস্থা নিই- না কেন, আগামী এক দশকেও এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে না। আইএস, আল-কায়েদা বা আইএসআইএল নিকেশ হলেও, নতুন নতুন ছাতার তলায় নতুন নতুন সন্ত্রাসবাদী সংগঠন গজিয়ে উঠবে। আর তারা পাকিস্তান ও আফগানিস্তান-সহ এশিয়ার একটা বড় অংশ, আফ্রিকা, মধ্য আমেরিকা ও মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশকে তাদের সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর জন্য একেবারে শান্তির স্বর্গ বলেই জানে। আরও অন্তত একটা দশক ধরে তারা ওই সব দেশে তাদের নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাবে।’’