হাফিজ সইদ। —ফাইল চিত্র
সামনেই প্যারিসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স-এর বৈঠক। তার আগে কৌশলগত ভাবে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে কারাদণ্ড দিয়েছে লাহৌরের সন্ত্রাস-দমন আদালত। এমনটাই মনে করছে সাউথ ব্লক। এ বিষয়ে সতর্ক পদক্ষেপ করতে চাইছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক তালিকাভুক্ত সন্ত্রাসবাদী হাফিজকে পাক আদালত কারাদণ্ড দিয়েছে তা সংবাদমাধ্যমে দেখেছি। সন্ত্রাসবাদকে ইন্ধন দেওয়া বন্ধ করার প্রশ্নে পাকিস্তানের দীর্ঘদিনের বকেয়া প্রতিশ্রুতির এটা একটা অংশমাত্র।’’
কূটনৈতিক সূত্রের বক্তব্য, এফএটিএফ-এ পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করাতে দিল্লি শেষ চেষ্টা করছে। যে কোনও মন্তব্যই মেপে করা হচ্ছে। তবে ঘরোয়া ভাবে বিদেশ মন্ত্রক স্বীকার করছে যে, চেষ্টা চালালেও কালো তালিকায় ঢোকানো যাবে না ইসলামাবাদকে। কিন্তু অন্তত ধূসর তালিকা থেকে যাতে তারা ছাড় না পায় সেটুকু নিশ্চিত করতে পারলেও কূটনৈতিক ভাবে এগিয়ে থাকা যাবে।
সরকারি সূত্রে জানানো হচ্ছে, ‘এফএটিএফ-এর বার্ষিক সম্মেলনের ঠিক আগেই পাকিস্তান এই পদক্ষেপ করল। এটা খেয়াল রাখা প্রয়োজন। পাশাপাশি এই সিদ্ধান্ত কতটা খাঁটি সেটাও দেখা দরকার। নজর রাখতে হবে, অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নেয়। পঠানকোট এবং মুম্বই হামলায় জড়িত সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের মাটি থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাস চালানো জঙ্গিদের শাস্তি হয় কি না, তা-ও দেখতে হবে।’