নিজেকে নিয়ে নিজেই মন্তব্য ইমরানের। ফাইল চিত্র।
প্রধানমন্ত্রিত্ব গিয়েছে কিছু দিন আগে। এর মধ্যে নেটমাধ্যমে আবারও আলোচনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের জীবন নিয়ে প্রাক্তন পাক অধিনায়কের মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। ব্রিটেনে তাঁর কাটানো সময় নিয়ে ইমরানের সাফ স্বীকারোক্তি, ‘গাধা গাধাই থাকে।’
নেটমাধ্যমে ভাইরাল এই ভিডিয়ো ক্লিপ একটি পডকাস্টের অংশ। ভিডিয়োটি পাকিস্তানের ‘কন্টেন্ট ক্রিয়েটর’ জুনেইদ আক্রমের সঙ্গে ইমরানের কথোপকথনের অংশবিশেষ। সেখানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘ব্রিটেন আমাকে আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছে। কিন্তু আমি কখনও সে দেশকে নিজের বাড়ি ভাবতে পারিনি।’’ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আরও বলেন, ‘‘আমি প্রথমে পাকিস্তানি। আসলে একটা গাধার গায়ে কয়েকটা ডোরাকাটা দাগ থাকলেই সেটা কখনও জেব্রা হয় না। গাধা গাধাই থাকে।’’
উল্লেখ্য, গত ১০ এপ্রিল অ্যাসেম্বলি অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ান ইমরান। এর পর নতুন প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ।