imran khan

ইমরানের সাক্ষাৎকার নিতে গিয়ে গাড়িতে পিষে মৃত্যু পাক মহিলা সাংবাদিকের

নিহত সাংবাদিকের নাম সদফ নাইম। একটি বেসরকারি সংবাদ সংস্থার সাংবাদিক তিনি। রবিবার ইমরানের মিছিলে তাঁর সাক্ষাৎকার নিতে এসেছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ২২:১৬
Share:

সিধুর পাকিস্তান সফরে তাঁর সাক্ষাৎকার নিয়েছিলেন সদফ নইম। ফাইল চিত্র।

রাজনৈতিক মিছিলে মালবাহী গাড়ির চাপে পিষে মৃত্যু হল এক মহিলা সাংবাদিকের। রবিবার পাকিস্তানের লাহৌরে ঘটেছে এই ঘটনাটি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। ইমরান খানের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেও দেখা গিয়েছিল তাঁকে। পরে সেই মিছিলেই একটি মালবাহী গাড়িতে পিষে তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর। সাংবাদিকের মৃত্যুর খবর জানাজানি হতেই ইমরান তাঁর সভা বাতিল করেন।

Advertisement

নিহত সাংবাদিকের নাম নইম সদফ। তিনি পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক। তাঁর মৃত্যুকে তাঁর পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন পাক রাজনীতির একাধিক ব্যক্তিত্ব। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্তও।

লাহৌরের জিটি রোডে আয়োজন করা হয়েছিল মিছিলের। ইমরান জানিয়েছেন, মিছিলটি কামোকে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার জন্য আপাতত এই কর্মসূচি বন্ধ রাখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement