জলে বেমালুম সাঁতার কেটে বেড়াচ্ছে একটি পেঁচা। পাখনা নেড়ে সাঁতার কেটে তরতরিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। না কোনও বানানো গল্প নয়। এক্কেবারে সত্যি ঘটনা।
আর এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমেরিকার ফেস ক্যানিয়নে পওয়েল লেকে বেড়াতে গিয়ে এক পর্যটক দেখতে পেয়েছিলেন এই অদ্ভুত দৃশ্য। কালবিলম্ব না করে ঘটনাটি ক্যামেরাবন্দি করে নিয়েছিলেন তিনি।
ঠিক কী ঘটেছিল সেদিন?
ভাল করেও উড়তে শেখেনি ছোট্ট একটি পেঁচা। কিন্তু ওড়ার চেষ্টা করতে গিয়েই বাধল বিপত্তি। উড়তে গিয়ে জলের মধ্যে পড়ে গিয়েছিল সে। আর জলে পড়া মাত্রই পালক ভিজে ভারী হয়ে যায় নিশাচর প্রাণীটির। কী ভাবে জল থেকে উঠবে?
আরও পড়ুন: সপ্তাহে তিন বার এক টুকরো ফল খেয়েই পেট ভরে এই যুগলের
সাঁতার ছাড়া আর কোনও উপায় নেই। অতঃএব বুকে ভর করে ভেজা ডানা ঝাপটে দিব্যি সাঁতরে পার হল নালা। ডেরিক জাক নামে এক ব্যক্তি ও তাঁর বন্ধুরা মিলে জলে পেঁচার সাঁতার কাটার ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিলেন। গত ১৩ জুন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এর পর থেকেই নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল ভিডিওটি। ইতিমধ্যে দু’লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
দেখুন সেই ভিডিও: