এভারেস্টের পথে রাশ টানার চিন্তা 

একের পর এক পর্বতারোহীর মৃত্যুর ঘটনায় নড়ে বসেছে নেপাল সরকার। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের জন্য বছরে কত জনকে ছাড়পত্র দেওয়া হবে, তা নির্দিষ্ট করার ব্যাপারে তারা চিন্তাভাবনা করছে।

Advertisement

  সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ০১:৫৮
Share:

মাউন্ট এভারেস্ট।

একের পর এক পর্বতারোহীর মৃত্যুর ঘটনায় নড়ে বসেছে নেপাল সরকার। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের জন্য বছরে কত জনকে ছাড়পত্র দেওয়া হবে, তা নির্দিষ্ট করার ব্যাপারে তারা চিন্তাভাবনা করছে। যদিও অভিজ্ঞ পবর্তারোহীদের একাংশের মতে, এটা প্রতিশ্রুতিই থেকে যেতে পারে। কারণ, বিষয়টি নিয়ে নেপাল প্রশাসন কোনও দিনই তেমন আন্তরিক নয়।

Advertisement

এ বছর এভারেস্ট অভিযানের মরসুম শেষ হচ্ছে চলতি সপ্তাহে। এখনও পর্যন্ত ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শেষ চারটি প্রাণহানির জন্য অতিরিক্ত ভিড়কে দায়ী করছেন অনেকে। অনভিজ্ঞতাও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। চিলে-র পর্বতারোহী হুয়ান পাবলো মোরের অভিযোগ, ‘‘যাঁদের পর্বত সম্পর্কে কোনও ধারণা নেই তাঁরাও এভারেস্ট জয় করতে চলে আসছেন।’’

এভারেস্ট অভিযানের জন্য নেপাল সরকারের অনুমতি নিতে হয়। ১১ হাজার ডলার দিলেই ছাড়পত্র মেলে। অভিযোগ, অভিজ্ঞতা যাচাইয়ের কোনও মাপকাঠি নেই। এ দিন কিন্তু নেপালের পর্যটন মন্ত্রকের সচিব মোহনকৃষ্ণ সাপকোটা বলেন, ‘‘পর্যাপ্ত দড়ি, অক্সিজেন এবং শেরপা রয়েছেন কি না, আমরা এ বার থেকে তা দেখব।’’ বছরে কত জন এভারেস্টে উঠতে পারবেন, তা নির্দিষ্ট করে দিয়েছে চিন। কিন্তু নেপাল তা করেনি। নেপালের অর্থনীতির অনেকটাই এভারেস্ট-নির্ভর। তাই এ সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement