ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেও এখনও পর্যন্ত ভোটাভুটির দিন নির্ধারণ করতে পারেনি পাক বিরোধী দলগুলি। সূত্রের খবর, তাঁরই দলের কিছু সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দিতে পারেন বলে আশঙ্কা ইমরানের।
ফাইল চিত্র।
তাঁর বিরুদ্ধে সম্প্রতি পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে পাকিস্তানের প্রধান বিরোধী দলগুলি। ফলে গত কয়েক দিন ধরেই দৃশ্যত চাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে বসছেন তিনি। এ বার পঞ্জাব প্রদেশের হাফিজ়াবাদ শহরে এক রাজনৈতিক জনসভায় পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, আলু বা টোম্যাটোর দাম জানতে তিনি রাজনীতিতে যোগ দেননি।
ইমরানের এই মন্তব্য নিয়েও শোরগোল শুরু হয়ে গিয়েছে। মূলত ক্ষমতায় আসার পর পরই দেশের নাগরিকদের যে রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পাক প্রধানমন্ত্রী আদৌ পূরণ করতে পারেননি বলে অভিযোগ পাকিস্তানের আম জনতার একাংশের। নিত্যদিনের জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম নিয়ে মাঝেমধ্যেই তাঁকে কটাক্ষ করে থাকেন বিরোধীরা। তার প্রেক্ষিতেই ইমরানের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
ইমরান ওই সভায় বলেন, ‘‘আলু, টোম্যাটোর মতো জিনিসের দর জানতে আমি রাজনীতিতে যোগ দিইনি। আমি যোগ দিয়েছিলাম দেশের যুব সম্প্রদায়ের জন্য। আমরা যদি নিজেদের দেশকে মহান করতে চাই, তা হলে আমাদের সত্যকে সমর্থন করতে হবে। গত ২৫ বছর ধরে আমি সেটাই করে আসছি।’’
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেও এখনও পর্যন্ত ভোটাভুটির দিন নির্ধারণ করতে পারেনি পাক বিরোধী দলগুলি। সূত্রের খবর, তাঁরই দলের কিছু সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দিতে পারেন বলে আশঙ্কা ইমরানের।