International News

ফ্রান্সে মসজিদের বাইরে বন্দুকবাজদের হামলা, গুলিবিদ্ধ ৮

পুলিশ জানিয়েছে, একটি হ্যান্ডগান এবং একটি শটগান থেকে গুলি চালানো হয়। মসজিদের বাইরেই চার জন আহত হন। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন মসজিদের সামনের একটি অ্যাপার্টমেন্টের চার আবাসিক। ঘটনার পর থেকে পলাতক আততায়ীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ১৫:১২
Share:

হামলার পরে পুলিশি তল্লাশি। ছবি: রয়টার্স।

ফের সন্ত্রাসের শিকার ফ্রান্স। এ বার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের এভিনগনে একটি মসজিদের বাইরে গুলি চালাল দুই বন্দুকবাজ। ওই হামলায় সাত বছরের এক শিশু-সহ আহত হয়েছেন আট জন। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ এই হামলা হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মসজিদের অদূরেই একটি গাড়ি দাঁড় করানো ছিল। প্রার্থনা শেষে যখন বহু মানুষ বেরিয়ে আসছিলেন, সেই সময় ওই গাড়িটি থেকে হুডে মাথা ঢাকা দুই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ওই গাড়িতে আরও দু’জন ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

পুলিশ জানিয়েছে, একটি হ্যান্ডগান এবং একটি শটগান থেকে গুলি চালানো হয়। মসজিদের বাইরেই চার জন আহত হন। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন মসজিদের সামনের একটি অ্যাপার্টমেন্টের চার আবাসিক। ঘটনার পর থেকে পলাতক আততায়ীরা। প্রশাসন যদিও এখনই একে ‘জঙ্গি’ হামলা বলতে নারাজ। তাদের দাবি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ধর্মীয় প্রতিষ্ঠানকে টার্গেট করে এই হামলা হয়নি।

Advertisement

আরও পড়ুন, গাড়ি-বোমা ফেটে রক্তাক্ত দামাস্কাস

দু’সপ্তাহ আগেই লন্ডনের ‘ফিন্সব্যারি পার্ক’ মসজিদের বাইরে বন্দুকবাজদের হামলায় নিহত হন এক জন। আহত হন কমপক্ষে ন’জন। তখন থেকেই ফ্রান্সেও মুসলিম সম্প্রদায়কে লক্ষ করে এধরনের হামলা হতে পারে বলে সন্দেহ ছিল গোয়েন্দাদের। কয়েক দিন আগেই প্যারিসের ‘ক্রিটেল’ মসজিদের বাইরে গাড়ি চালিয়ে পিষে মারার চেষ্টা করা হয়। যদিও ওই ঘটনায় কারও মৃত্যু হয়নি।

বার বার ফ্রান্স কেন জঙ্গিদের নিশানায়। শার্লি এবদো, বাতাক্লঁ থিয়েটার, নিস হামলার পরেও কি নিরাপত্তায় গাফিলতি থেকে যাচ্ছে? প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement