গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে জেন ফন্ডাকে। ছবি: রয়টার্স।
ফের গ্রেফতার করা হল হলিউড অভিনেত্রী জেন ফন্ডাকে। এই নিয়ে চতুর্থ বার। ‘অপরাধ’ এ বারেও একই— ক্যাপিটল হিলে সরকারি ভবনের চৌহদ্দিতে জলবায়ু পরিবর্তন নিয়ে শান্তিপূর্ণ ধর্নায় বসেছিলেন তিনি।
মার্কিন সেনেট হার্ট বিল্ডিংয়ে আরও বেশ কিছু অভিনেত্রী বন্ধুদের নিয়ে শুক্রবার বিক্ষোভ শুরু করেন ৮১ বছর বয়সি ফন্ডা। সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের অনুপ্রেরণায় প্রতি শুক্রবার করে জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের উদাসীনতার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তিনি। নাম দিয়েছেন, ‘ফায়ার ড্রিল ফ্রাইডেজ়’। এই শুক্রবার তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও দুই ষাটোর্ধ্ব অভিনেত্রী, রোসানা আর্কেট ও ক্যাথরিন কিনার। এ বারে জেলে রাতও কাটাতে হয়েছে ফন্ডাকে। পুলিশের পক্ষ থেকে তা জানানো হয়েছে। যদিও গ্রেফতার হওয়ার আগে নিজেই সাংবাদিকদের বলেছেন অভিনেত্রী, ‘‘আজ রাতটা মনে হয় জেলে কাটাব। এই প্রথম নয়, আমি তৈরি আছি।’’
সেনেট হার্ট বিল্ডিংয়ের সামনে শুক্রবার ৪৫ জনের একটি দলের সঙ্গে ধর্নায় বসেছিলেন ফন্ডা। তাঁরা এক জোটে স্লোগান দিতে থাকেন, ‘‘আমাদের এখান থেকে সরানো যাবে না। এটা আমাদের জমি।’’ তাঁরা আরও বলতে থাকেন, ‘‘আমরা কী চাই? একটি নতুন সবুজ চুক্তি। কখন চাই? এখন।’’ ক্যাপিটল পুলিশ এসে প্রথমে তাঁদের সতর্ক করে যায়। বলে যায়, ‘‘গ্রেফতার হতে না চাইলে চৌহদ্দির বাইরে যান।’’ কিন্তু কথা শোনেননি কেউ। মিনিট ১৫ অপেক্ষা করার পরে একে একে সকলকে গ্রেফতার করতে শুরু করে পুলিশ।
আরও পড়ুন: অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা
এর আগে তিন বার ক্যাপিটল হিলে বিক্ষোভ দেখিয়েছেন ফন্ডা। প্রতিবারই গ্রেফতার হওয়ার সময়ে একই লাল কোট পরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এ দিন জিজ্ঞাসা করা হলে জানান, এই লাল কোটটি তিনি সম্প্রতি কিনেছেন। এটিকেই ‘যুদ্ধের’ পোশাক হিসেবে বেছে নিয়েছেন।