আইএস দমনে কৌশল বদলের পথে আমেরিকা।
গত কালই পেন্টাগনে মার্কিন সেনা আধিকারিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠক শেষে প্রতিরক্ষা সচিব অ্যাস্টন কার্টারকে অবিলম্বে পশ্চিম এশিয়ায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেনাপ্রধান হিসেবে আজ হোয়াইট হাউস থেকে আইএস নেতাদের সরাসরি হুমকি দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘কিছুতেই লুকোতে পারবে না। আমাদের পরবর্তী লক্ষ্য তোমরা।’’ আট মিনিটের বিবৃতিতে আইএস নেতাদের দুষ্কৃতী, চোর, খুনি বলে ভর্ৎসনাও করেছেন।
ওবামা জানিয়েছেন, শহরতলি বা গ্রামাঞ্চল না, শহর এলাকাতেও ক্রমশ ছড়িয়ে পড়ছে আইএস জঙ্গিরা। সাধারণের মধ্যে মিশে থাকছে ওরা। নিরীহ পুরুষ, মহিলা এবং শিশুদের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করছে। জঙ্গি দমনে তাই আরও সতর্ক পদক্ষেপ করতে হবে বলে দাবি তাঁর। পশ্চিম এশিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতেই প্রতিরক্ষা সচিবকে সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আইএস দমনে ইতিমধ্যে বেশ কিছু সাফল্য অর্জনের কথা উল্লেখ করেছেন।
ওবামার দাবি, গত কয়েক সপ্তাহে সিরিয়ায় আইএস জঙ্গিদের উপর একাধিক গভীর আঘাত করতে সক্ষম হয়েছে আমেরিকা এবং জোটসঙ্গীরা। জঙ্গিদের তেলের ট্যাঙ্কার ভেঙে দেওয়া হয়েছে। পুনর্দখল করা হয়েছে একাধিক তৈলখনি, শোধনাগার। ওবামা জানিয়েছেন, এ ভাবে হামলা চলতে থাকবে। তবে শুধু আকাশপথে হামলা নয়। পাল্লা দিয়ে এ বার আইএস ঘাঁটিতে ড্রোন হামলা, বিস্ফোরণও ঘটানো হবে।
সান বার্নাডির্নো এবং প্যারিস হামলার পর আইএস দমনে মার্কিন কৌশলের কার্যকারিতা নিয়েই সম্প্রতি প্রশ্ন ওঠে সাধারণের মনে। এ বিষয়ে তাই মার্কিন নাগরিকদের আশ্বস্ত করার প্রবল চাপ আসছিল ওবামার উপর। সেই প্রসঙ্গেই প্রেসিডেন্ট আজ জানিয়েছেন, লাগাতার আক্রমণে ইরাকে ক্রমশ দখল হারাচ্ছে আইএস। সম্প্রতি কিরকুক প্রদেশ এবং তিকরিতও তাদের হাতছাড়া হয়েছে। জেহাদি জন-সহ বেশ কিছু আইএস নেতা, কম্যান্ডারের মৃত্যুর কথা জানিয়েছেন তিনি। সঙ্গে বলেছেন, জঙ্গিদের আর্থিক ভাবে পঙ্গু করার প্রক্রিয়া জারি থাকলে আরও দুর্বল হয়ে পড়বে তারা।
ওবামার বক্তব্য, জোটসঙ্গীদের (ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি) মতো এ বার সক্রিয় হতে হবে অন্য দেশগুলিকেও। প্রেসিডেন্ট বলেন, ‘‘সিরিয়ার অগুন্তি মানুষ, যাঁরা সন্ত্রাসের মধ্যে দিন কাটাচ্ছেন, তাঁরাই আসল পরিস্থিতিটা বুঝছেন।’’ ভিতটাকেই (সিরিয়া) যদি এ বার নড়বড়ে করে দেওয়া যায়, তা হলে বিশ্বের বাকি অংশে আইএস আর সন্ত্রাস ছড়ানোর কথা ভাবতে পারবে না বলে দাবি তাঁর। ওবামা জানিয়েছেন, বুধবারই রাশিয়া যাবেন বিদেশসচিব জন কেরি। সিরিয়ার় গৃহযুদ্ধ শেষ করার প্রশ্নে কূটনৈতিক বৈঠক হবে দু’দেশের।
দিনের শেষে বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আরনেস্ট। বলেছেন, ‘‘যত ক্ষণ না আইএস পরাজিত এবং ধ্বংস হচ্ছে, তত ক্ষণ শান্তি পাবেন না মার্কিন প্রেসিডেন্ট।’’