পকেটে বুদ্ধ আর হনুমান মূর্তি রাখেন বারাক ওবামা

যেখানেই যান, গুটিকয়েক ছোট ছোট জিনিস নিজের সঙ্গে সঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। কেন রাখেন? ওবামার কথায়, যখন ক্লান্ত লাগে, কোনও কারণে হতাশ বা বিরক্ত, তখন এগুলোর মধ্যে কোনও একটা পকেট থেকে হাতে নিয়ে নেন। আর তাতেই ফিরে পান মনোবল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ১৯:৪৮
Share:

যেখানেই যান, গুটিকয়েক ছোট ছোট জিনিস নিজের সঙ্গে সঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। কেন রাখেন? ওবামার কথায়, যখন ক্লান্ত লাগে, কোনও কারণে হতাশ বা বিরক্ত, তখন এগুলোর মধ্যে কোনও একটা পকেট থেকে হাতে নিয়ে নেন। আর তাতেই ফিরে পান মনোবল।

Advertisement

ইউ টিউবে দেওয়া সাক্ষাত্কারে ওবামা তাঁর এই সর্বদা সঙ্গে রাখা জিনিসপত্রের তালিকাও পেশ করেছেন। এর মধ্যে আছে ছোট্ট এক হনুমান মূর্তিও। আছে পোপ ফ্রান্সিসের দেওয়া ধর্মীয় মালা, একটি বুদ্ধ মূর্তি, ইথিওপিয়ার একটি কপটিক ক্রস এবং একটি পোকার চিপ।

ওবামা জানিয়েছেন, যেকোনও খারাপ থাকা সময়ে, এর যে কোনও একটি হাতে নিয়ে নাড়াচাড়া করেন তিনি। এবং আবার ফিরে আসেন কাজ করার পূর্ণ উদ্যমের মধ্যে। হোয়াইট হাউসে আসার পর, নানান সময়ে নানান পৃথিবীর নানান প্রান্তের মানুষের কাছে থেকে এগুলি তিনি উপহার হিসেবে পেয়েছেন। জানিয়েছেন ওবামা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement