এ বার ‘স্প্যাম’ পুরোপুরি ‘ব্লক’ করা যাবে জি-মেলে

আপনার জি-মেল অ্যাড্রেসে হু-হু করে ঢুকছে ‘স্প্যাম’? ‘ইনবক্স’ কি ভরে যাচ্ছে ‘অবাঞ্ছিত মেলে’ (‘আনওয়ান্টেড’)?

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৩
Share:

ফাইল-চিত্র।

আপনার জি-মেল অ্যাড্রেসে হু-হু করে ঢুকছে ‘স্প্যাম’?

Advertisement

‘ইনবক্স’ কি ভরে যাচ্ছে ‘অবাঞ্ছিত মেলে’ (‘আনওয়ান্টেড’)? যার জন্য প্রয়োজনীয় ‘মেল’ আমি-আপনি খুঁজেই পাচ্ছি না, অত নীচে নেমে গিয়েছে বলে!

এত দিন বিরক্ত হলেও, কিছুই করার ছিল না। আমার-আপনার হাতে কোনও ‘অস্ত্র’ ছিল না, যাতে আমরা ‘স্প্যাম’ ঠেকাতে পারি। যাতে ‘ব্লক’ করে দিতে পারি ‘অবাঞ্ছিত মেল’। যে-‘অ্যাড্রেস’গুলি থেকে প্রায় নিয়মিতই আসে ওই সব ‘স্প্যাম’ বা, ‘অবাঞ্ছিত মেল’, ‘ওয়েবে’ সেই ‘অ্যাড্রেস’গুলিকেও এ বার ‘ব্লক’ বা, ‘আনসাবস্ক্রাইব’ করা যাবে। যাঁদের জি-মেল অ্যাকাউন্ট রয়েছে, আগামী সপ্তাহ থেকে তাঁরা এই সুবিধা পাবেন ‘অ্যান্ড্রয়েড’-এও। জি-মেল-এর তরফে আজ, এক ‘ব্লগ-পোস্টে’ এই খবর দেওয়া হয়েছে। জি-মেলের প্রোডাক্ট ম্যানেজার শ্রী হর্ষ সোমাঞ্চি বলেছেন, ‘যে সব ‘নিউজলেটার’ আমরা আগে ‘সাবস্ক্রাইব’ করেছিলাম, কিন্তু, এখন আর আমরা তা পড়ি-টড়ি না, সেই সব ‘মেল’ এই নতুন প্রযুক্তিতে খুব সহজেই ‘ব্লক’ করে দেওয়া যাবে।’ এ বছর জুনেই ‘গুগ‌্ল’ আরও একটি নতুন ‘অপশন’ এনেছে জি-মেলে। যাতে ‘ভুলভাল’ মেলের সংখ্যা কমানো যায়। কোনও ‘মেল’ পাঠানোর পর যদি আপনার মনে হয়, তাতে কিছু ‘ভুল’ রয়ে গিয়েছে, তা হলে, তা পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে এ বার ‘আন-ডু’ করা যাবে। ফলে, ওই ভুলে ভরা ‘মেল’ আর ‘সেন্ট’ হবে না। বিশ্বে এখন জি-মেল ব্যবহার করেন ৯০ কোটিরও বেশি মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement