বিতর্কে ইস্তফা নোবেলজয়ীর

গবেষণাগারে কোনও ছাত্রী থাকলে শিক্ষকের বেশ কিছু অসুবিধা হতে পারে বলে মন্তব্য করেছিলেন নোবেলজয়ী গবেষক টিম হান্ট। তিনি বলেছিলেন, ‘‘গবেষণাগারে ছাত্রীরা থাকলে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। হয় তাঁরা শিক্ষকের প্রেমে পড়তে পারেন, নয় শিক্ষক তাঁদের প্রেমে পড়তে পারেন। অথবা বকুনি দিলে তাঁরা কান্নাকাটি করেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:৫৩
Share:

গবেষণাগারে কোনও ছাত্রী থাকলে শিক্ষকের বেশ কিছু অসুবিধা হতে পারে বলে মন্তব্য করেছিলেন নোবেলজয়ী গবেষক টিম হান্ট। তিনি বলেছিলেন, ‘‘গবেষণাগারে ছাত্রীরা থাকলে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। হয় তাঁরা শিক্ষকের প্রেমে পড়তে পারেন, নয় শিক্ষক তাঁদের প্রেমে পড়তে পারেন। অথবা বকুনি দিলে তাঁরা কান্নাকাটি করেন।’’ এই মন্তব্য ঘিরেই দানা বাঁধে বিতর্ক। যার জেরে আজ ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর সাম্মানিক অধ্যাপকের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ৯ জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের একটি আন্তর্জাতিক সম্মেলনে এই মন্তব্য করে বিতর্ক বাঁধান টিম। যদিও গত কাল তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। বলেছেন, ‘‘আমি নিতান্তই মজা করেছিলাম।’’ ইউসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ইংল্যান্ডে তাঁরাই ছাত্র-ছাত্রীদের সমানাধিকারের ভাবনা চালু করেছেন। সেই কলেজের এক জন শিক্ষকের থেকে এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement