ফের মাথা হেঁট পাকিস্তানের। —ফাইল চিত্র।
সন্ত্রাস দমনে ব্যর্থ হওয়ায় ফের আন্তর্জাতিক মহলে মাথা হেঁট পাকিস্তানের। তাদের ধূসর তালিকাতেই রেখে দিল সন্ত্রাসী কাজকর্মে অর্থনৈতিক জোগানের উপর নজরদারি চালানো সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসী তালিকায় জায়গা করে নেওয়া হাফিজ সইদ, মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াতেই তাদের ওই তালিকায় রেখে দেওয়া হল।
এফএটিএফ-এর সভাপতি মার্কাস প্লেয়ার জানিয়েছেন, ২০১৮ সালে সন্ত্রাসদমনে যে ২৭টি শর্তপূরণ করতে বলা হয়েছিল পাকিস্তানকে, তার মধ্যে ২৬টি পূরণ করলেও, একটি এখনও বাকি রয়েছে, যা হল, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ, সংগঠনের কমান্ডার জাকিউর রহমান লকভি এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এত বছরেও তা করে উঠতে পারেনি পাকিস্তান। তাই ধূসর তালিকাতেই থাকতে হবে তাদের।
ধূসর তালিকা থেকে নাম তোলার জন্য পাকিস্তানকে বেশ কিছু লক্ষ্যপূরণ করতে হবে বলেও জানিয়েছে এফএটিএফ, যা হল—
১) রাষ্ট্রপুঞ্জ ঘোষিত জঙ্গিদের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করে সেই মতো ব্যবস্থা নিতে হবে।
২) আর্থিক তছরুপ আইনে সংশোধন ঘটিয়ে আন্তর্জাতিক মহলকে সহযোগিতা করতে হবে।
৩) তাদের আধিকারিকরা যে সবরকম ভাবে তদন্ত করছেন, তার প্রমাণ দিতে হবে পাকিস্তানকে।
৪) জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে কোনও ঢিলেমি চোখে পড়লে ব্যবস্থা নিতে হবে।
৫) জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখতে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আন্তর্জাতিক মহলকে সবরকম সহযোগিতা করতে হবে।