বাস্তিল দিবসে নিসে ট্রাক হানায় অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। প্যারিসের সরকারি আইনজীবী জানিয়েছেন, ট্রাকচালক মহম্মদ লাহুয়ায়েজ বুহলেল বহু দিন আগেই হত্যার ছক কষেছিল। তার ফোন থেকে পাওয়া ছবি খতিয়ে দেখে আইনজীবীর দাবি, ২০১৫ –তেও ১৪ জুলাই সে এই ধরনের হামলা অর্থাৎ ট্রাকের তলায় বহু মানুষকে পিষে মারার কথা ভেবেছিল। অভিযুক্ত পাঁচ জনের মধ্যে রয়েছে দু’জন তিউনিশীয়। মহম্মদ আউয়ালিদ, এবং চকরি সি। রয়েছে ফরাসি-তিউনিশীয় রামজি এ। তা ছাড়া আলবেনীয় আর্তাঁ এইচ এবং তার স্ত্রী। এদের মধ্যে রামজি ছাড়া কারও অতীতে অপরাধের রেকর্ড নেই।