Donald Trump

পর্ন তারকাকে ঘুষকাণ্ডে অস্বস্তিতে আমেরিকার হবু প্রেসিডেন্ট, মামলা থেকে অব্যাহতি পেলেন না ট্রাম্প

প্রেসিডেন্টের আইনি রক্ষাকবচ সংক্রান্ত বিষয়ে আমেরিকার সুপ্রিম কোর্টের নির্দেশের কথা তুলে ধরেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তবে এই মামলায় তা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন নিউ ইয়র্কের প্রাদেশিক আদালতের বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৯:১৬
Share:

আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

স্টর্মিকাণ্ডে অস্বস্তি বৃদ্ধি পেল আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্‌সকে ঘুষ দেওয়া নিয়ে করা মামলা থেকে অব্যাহতি চেয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে এক আদালতে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হবু প্রেসিডেন্টের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মাত্র এক মাস পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প। তার আগে নিউ ইয়র্কের এক প্রাদেশিক আদালতে ধাক্কা খেলেন হবু প্রেসিডেন্ট।

Advertisement

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘ দিন ধরেই চলছে। ট্রাম্প যখন ২০১৭ সালে প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হন, তারও আগে এই বিতর্কের সূত্রপাত। স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময়ে তাঁর মুখ বন্ধ রাখতে ওই ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। প্রথমে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও বার বারই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন ট্রাম্প।

এই মামলায় ম্যানহাটনের এক আদালত আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখে আদালত। এই আবহে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ট্রাম্প। তাঁর আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলে ধরেন আদালতে, যেখানে প্রেসিডেন্টদের ‘অফিশিয়াল’ কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বলা হয়েছে। তবে সেটি এই মামলায় ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিচারক। সংবাদ সংস্থা সিএনএন অনুসারে বিচারক জুয়ান মার্চেন জানিয়েছেন, এই মামলার ক্ষেত্রে কাজটি সম্পূর্ণ ‘আনঅফিশিয়াল’ এবং এ ক্ষেত্রে ‘কোনও রক্ষাকবচ নেই’।

Advertisement

সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুসারে, মোট ৪১ পাতার নির্দেশনামায় বিচারক মার্চেন লিখেছেন, “এই মামলার ক্ষেত্রে যে প্রমাণগুলি পাওয়া গিয়েছে, তা ব্যক্তিগত স্তরে নেওয়া সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।” যদিও ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেং আদালতের এই রায়ের সমালোচনা করেছেন। তাঁর মতে, এই রায় সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচের পরিপন্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement