রূপান্তরকামীদের অধিকার রক্ষায় পাকিস্তানের পার্লামেন্টে পাশ হল নতুন বিল। একে ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন আন্দোলনকারীরা। তাঁদের মতে, ‘‘এটি আইন হলে বৈষম্যের হাত থেকে মুক্তি পাবেন অসংখ্য রূপান্তরকামী।’’
পার্লামেন্টে সর্বসম্মত ভাবে বিলে সায় দেন সদস্যরা। এ বার তা যাবে প্রেসিডেন্ট মামনুন হুসেনের কাছে। তাঁর সম্মতিতে আইন পাশ হবে। বিলে রূপান্তরকামীদের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ভোটাধিকার, ভোটে লড়া, সম্পত্তির উত্তরাধিকার এবং অন্য সব অধিকার রক্ষায় সমান সুযোগ থাকছে। ঘরে-বাইরে যাতে তাঁদের হেনস্থা না হয়, দেখা হবে সেটাও।