নেপালের প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা। ছবি: সংগৃহীত।
নিজের ঘরের কেন্দ্র, নেপালের ধানকুটা জেলা থেকে এই নিয়ে পরপর সাত বার জাতীয় নির্বাচনে জিতলেন নেপালের প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা। বুধবার নির্বাচনের ফল প্রকাশিত হলে দেখা গিয়েছে, হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের ভোটে ২৫,৫৩৪টি ভোট পেয়েছেন দেউবা। তাঁর বিপক্ষে দাঁড়ানো সাগর ধাকাল পেয়েছেন ১৩,০৪২টি ভোট। গত রবিবার নেপালের পার্লামেন্ট ও প্রাদেশিক নির্বাচন ছিল। বিশেষজ্ঞদের দাবি, ফলাফলের ধরন দেখে মনে হচ্ছে নেপালে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ক্ষমতায় আসতে চলেছে নেপাল কংগ্রেস পার্টি।
যে ২২টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে, তার মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছেন দেউবা। এখনও পর্যন্ত ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ২৭৫ আসন বিশিষ্ট নেপাল পার্লামেন্টে সাধারণ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ১৬৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। বাকি ১১০ জন প্রার্থী নির্বাচিত হবেন সমানুপাতিক নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে। প্রাদেশিক আইনসভার ৫৫০টি আসনের মধ্যে ৩৩০ জন প্রার্থী নির্বাচিত হবে সরাসরি ভোটে। বাকি ২২০টি আসনের প্রার্থী নির্বাচিত হবেন সমানুপাতিক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে। নেপালের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করবেন তাঁরা।