G20 summit

মোদীর পথ ধরে শুরু কেন্দ্রের ‘জি২০ পে চর্চা’

শ্রিংলার বক্তব্য, প্রত্যেকটি ভারতবাসীকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার বার্তা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই কারণেই এই ব্যবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ০৭:১৭
Share:

মোদির জি২০ পে চর্চা। — ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর ‘চায়ে পে চর্চা’র নাম ধার করে তাঁর সরকার এ বার চালু করল ‘জি২০ পে চর্চা’। অর্থাৎ জি২০ নিয়ে সাধারণ মানুষের যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার সরকারি ব্যবস্থা। জি২০ সম্মেলনের প্রধান সংযোগসাধক হর্ষবর্ধন শ্রিংলা একটি টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন ‘হ্যাশট্যাগ জি২০ পে চর্চা’ নামে। শ্রিংলার বক্তব্য, প্রত্যেকটি ভারতবাসীকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার বার্তা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই কারণেই এই ব্যবস্থা। ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন শ্রিংলা। তার মধ্যে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা পর্যন্ত। এক প্রশ্নের উত্তরে শ্রিংলা বলেছেন, “জি২০-র সভাপতি হিসেবে ভারতের সুযোগ এসেছে খাদ্য এবং শক্তিক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত সঙ্কট যা ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে, সে সবের নিরসনে ঐকমত্য তৈরি করার। আমরা এই পারস্পরিক আলোচনার প্রক্রিয়াকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য সেই সব দেশকেও অংশীদার করছি যারা জি২০ কর্মসূচিতে সে ভাবে প্রতিনিধিত্বের সুযোগ পায়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement