Narendra Modi

‘ভয় পাবেন না, প্রস্তুত থাকুন’, করোনা রুখতে সার্কের দেশগুলিকে বার্তা নরেন্দ্র মোদীর

সার্কের দেশগুলিকে একটি জরুরি তহবিল গড়ার প্রস্তাব দিয়েছেন মোদী। এ জন্য সাড়ে ৭৩ কোটি টাকার বেশি অনুদানও দিতে চান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০২০ ১৮:৩০
Share:

ভিডিয়ো কনফারেন্সে বক্তৃতা দিচ্ছেন মোদী। ছবি: পিটিআই

করোনা মোকাবিলার কৌশল বের করতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মতামত বিনিময়ের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সমর্থন করেছিল পাকিস্তানের ইমরান খান সরকারও। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই রবিবার করোনা ঠেকাতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মতের আদান প্রদান করল দক্ষিণ এশিয়ার ওই মঞ্চটির এক্তিয়ারে থাকা দেশগুলি। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে করোনার আতঙ্ক কাটিয়ে, রোগ ঠেকাতে একজোট হয়ে, উপযুক্ত পদক্ষেপ করার বার্তা দেন মোদী। সার্কের নেতাদের বলেন, ‘‘ভয় পাবেন না, রোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন।’’ সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ‘অতিমারী’ তকমা দেওয়া ওই রোগ ঠেকাতে ভারত কী কী ব্যবস্থা নিচ্ছে তাও-ও তুলে ধরেন তিনি।

Advertisement

এ দিন নরেন্দ্র মোদী বলেন, ‘‘করোনাভাইরাস যাতে থরহরিকম্প তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা সাবধানী ছিলাম। আমরা ওই ভাইরাসের প্রকোপ রুখতে ধাপে ধাপে পদক্ষেপ করে চলেছি। ধাপে ধাপে নানা পদক্ষেপই এর আতঙ্ক মুছে দিতে আমাদের সাহায্য করেছে।’’ এর পরেই প্রধানমন্ত্রী যোগ করেছেন, গোটা দেশ জুড়েই করোনা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার শুরু হয়েছে। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা বাড়ানোর কাজও চলছে।

মোদী আরও বলেন, ‘‘এই অতিমারী রুখতে প্রতিটি ক্ষেত্রে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ক্রিনিং, সংক্রমণ খুঁজে বের করা, কোয়ারান্টাইন এবং আইসোলেশন পরিষেবা। এর সঙ্গে যোগ হয়েছে সুস্থ হয়ে ওঠা রোগীদের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টিও।’’

Advertisement

আরও পড়ুন: এবার আদালতেও থার্মাল স্ক্রিনিং, জরুরি মামলা ছাড়া শুনানি স্থগিতের নির্দেশ​

করোনা প্রতিরোধে সার্কের দেশগুলিকে একটি জরুরি তহবিল গড়ার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদী। এ জন্য ভারতীয় মুদ্রায় সাড়ে ৭৩ কোটি টাকার বেশি অনুদান দিতে চান তিনি। করোনা-পরিস্থিতি সামলাতে ওই মঞ্চের সদস্য দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মোদী। আগামী পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা একটি র‌্যাপিড রেসপন্স টিম তৈরি করছি। তাতে চিকিৎসক, বিশেষজ্ঞরা থাকবেন। থাকবে পরীক্ষার কিট, ওষুধপত্র এবং অন্যান্য সরঞ্জামও। আপনাদের প্রয়োজন পড়লে তাঁদের পাঠানো হবে।’’ এ নিয়ে অনলাইন প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছেন তিনি। সকলে এক জোট হয়ে ভবিষ্যতের লক্ষে গবেষণা চালানোর প্রস্তাবও দেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘এটাই প্রথম বা এটাই শেষ মহামারী নয়।’’

আরও পড়ুন: দেশে আক্রান্ত ১০৭, বেলুড়ে ভক্তসমাগমে নিয়ন্ত্রণ : করোনা আপডেট এক নজরে

এ দিনের ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে করোনার চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য একটি কমন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেন আফগান প্রেসিডেন্ট। এ ব্যাপারে দূরশিক্ষার জন্য ভারতের সাহায্যও চান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিনিধি। ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংও।

চিনের উহানে তাণ্ডব চালানোর পর, করোনা থাবা বসিয়েছে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশে। পৃথিবী জুড়ে প্রায় দেড় লক্ষ মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫ হাজার সাতশো জনেরও বেশি মানুষের। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশও করোনা আতঙ্কে কাঁপছে। পরিস্থিতির কথা বিচার করে, এ দিন সার্ক গোষ্ঠীর দেশগুলিকে এক জোট হয়ে, করোনার বিরুদ্ধে লড়াই চালানোর বার্তা দিয়ে রাখলেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement