Aeroplane

Aeroplane: ‘ভুতুড়ে’ বিমান! ঘন জঙ্গলের মাঝে গাছের উপর পড়ে থাকা বিমানকে ঘিরে শোরগোল

গুগল মানচিত্রে ধরা পড়া সেই বিমান নিয়েই ক্রমশ রহস্য বাড়ছে। মানচিত্রে বিমানটির অবস্থান বলছে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড।

Advertisement

সংবাদ সংস্থা

কুইন্সল্যান্ড শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৮:১৯
Share:

এই বিমানকে ঘিরেই রহস্য বাড়ছে।

সবুজের মাঝে সাদা একটা বিন্দু। সেই ছবিটি বড় করতে করতে হঠাৎই সেই সবুজের ভিড়ে সাদা বিন্দুটি ক্রমে একটা আকার নিতে দেখা গেল। একটু স্পষ্ট হতেই বোঝা গেল সবুজে ঘেরা পাহাড়ের মাঝে পড়ে আছে একটি যাত্রিবাহী বিমান।

Advertisement

গুগল মানচিত্রে ধরা পড়া সেই বিমান নিয়েই ক্রমশ রহস্য বাড়ছে। মানচিত্রে বিমানটির অবস্থান বলছে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের টাউনসভিল এবং কেয়ার্ন্স উপকূলের মাঝে। আর এই বিমানকে ঘিরেই কৌতূহল বাড়ছে গুগল মানচিত্র ব্যবহারকারীদের মধ্যে।

কোথা থেকে এল এই বিমান? এটি কি কোনও যাত্রিবাহী বিমান? কী ভাবেই বা ওখানে গেল? তা হলে কি দুর্ঘটনার মুখে পড়েছিল? জঙ্গলের মাঝে পড়ে থাকা ওই বিমান একসঙ্গে অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছে। যদিও গুগল ছবিটি সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলেনি।

Advertisement

বিষয়টি নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে, কেয়ার্ন্স পোস্ট-কে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট অথরিটি ব্যুরো জানিয়েছে, কোনও বিমান নিখোঁজ হয়ে গিয়েছে, এমন কোনও খবর তাদের কাছে নেই। তা হলে?

এখন এই ‘ভুতুড়ে’ বিমান নিয়েই নেটমাধ্যমে চর্চা তুঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement