International News

কথার ভুল ব্যাখ্যা হয়েছে, উল্টো সুর শরিফের

নওয়াজের মুখপাত্র আজ বলেছেন, ‘‘ভারতীয় সংবাদমাধ্যম নওয়াজের মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। পাক সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের একটা বড় অংশও সত্যাসত্য যাচাই না করে সেই অপপ্রচারে বিশ্বাস করেছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৩:২৫
Share:

নওয়াজ শরিফ

পাক জঙ্গিরাই ২৬/১১ হামলা করেছিল বলে মন্তব্য করেছিলেন নওয়াজ শরিফ। চব্বিশ ঘণ্টার মধ্যেই উল্টো সুরে গাইলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Advertisement

নওয়াজের মুখপাত্র আজ বলেছেন, ‘‘ভারতীয় সংবাদমাধ্যম নওয়াজের মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। পাক সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের একটা বড় অংশও সত্যাসত্য যাচাই না করে সেই অপপ্রচারে বিশ্বাস করেছে।’’

টুইটারে আজ পাক সেনার মুখপাত্র আসিফ গফুর লেখেন, ‘মুম্বইয়ের ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমে যে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে, তা নিয়ে আগামিকাল সকালে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)-র বৈঠক ডাকতে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে।’ ওই কমিটিতে সরকার ও পাক সেনার শীর্ষস্থানীয়েরা রয়েছেন।

Advertisement

নওয়াজকে ‘আধুনিক মিরজাফর’ বলেছেন ইমরান খান। তিনি টুইট করেন, ‘নওয়াজ নিজের দুর্নীতি ঢাকতে পাকিস্তানের বিরুদ্ধে মোদীর ভাষায় কথা বলছেন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement