প্রতীকী ছবি।
আবার এক সাংবাদিককে হত্যা করা হল আফগানিস্তানে। বিসমিল্লা আদিল আয়মাক নামের এই সাংবাদিককে ঘোর প্রদেশের পুশতা গজ়ক এলাকায় রাস্তার উপরে চলন্ত গাড়িতে গুলি চালিয়ে হত্যা করে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এখনও পর্যন্ত কেউ এই খুনের দায় নেয়নি। আফগান তালিবানের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই হামলায় তাদের কোনও হাত নেই।
আফগানিস্তানে গত কয়েক মাস ধরে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপরে লাগাতার হামলা হচ্ছে। নিহতদের তালিকায় সাম্প্রতিকতম নাম আফগান রেডিয়ো সদা-ই-ঘোরের আঞ্চলিক শাখার প্রধান এই তরুণ সাংবাদিক। এলাকায় মানবাধিকার কর্মী হিসেবেও নানা কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, মাসখানেক আগেও আদিলের উপরে হামলা হয়েছিল। তবে সে যাত্রা প্রাণে বেঁচে যান তিনি।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ আবির জানিয়েছেন, গতকাল কাছাকাছি এক গ্রামে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন আদিল। সন্ধেবেলা সেখান থেকে ফিরোজ কো-তে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। পুশতা গজ়ক এলাকায় রাস্তায় তাঁর গাড়ি আটকায় জনাকয়েক দুষ্কৃতী। তার পরে খুব কাছ থেকে আদিলকে লক্ষ্য করে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মারা যান আদিল। জানা গিয়েছে, আদিলের সঙ্গেই গাড়িতে ছিলেন তাঁর ভাই। তাঁর অবশ্য গুলি লাগেনি।
তালিবানের সঙ্গে অনেক দিন ধরে সরকারের শান্তি আলোচনা চললেও আফগানিস্তানে হিংসা কিন্তু থামছে না। এবং খুব কম ক্ষেত্রেই দুষ্কৃতী ধরা পড়ে। তালিবানের দাবি, এই ধরনের হিংসাত্মক ঘটনায় তাদের কোনও হাত নেই। সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন যাঁরা, তাঁদের উপরেও হামলা চলেছে।
সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা জার্নালিস্ট উইদাউট বর্ডার্সের মতে, সাংবাদিক ও চিত্রগ্রাহকদের জন্য ‘পৃথিবীর সব থেকে বিপজ্জনক দেশ আফগানিস্তান’। গত ২০ বছর ধরে এই ছবিটা আদপেই বদলায়নি।