সমুদ্র সৈকতে ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে ওই নৌকাটির ভগ্নাবশেষ। ছবি: রয়টার্স।
ইটালির উপকূলীয় ক্রোটনে শহরে ৫৮ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি শিশুও রয়েছে। একটি নৌকা করে আফ্রিকা থেকে কিছু লোকজন ইটালি আসছিলেন ।
ইটালি প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্যালেব্রিয়া অঞ্চলের ক্রোটনে শহরে প্রবেশের উদ্দেশ্যে একটি নৌকা করে দেড়শো জন শরণার্থী আসছিলেন। উপকূলে পৌঁছনোর আগেই নৌকাটি ভেঙে যায়। সমুদ্র সৈকতে ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে ওই নৌকাটির ভগ্নাবশেষ। উদ্ধার হয়েছে বহু মৃতদেহও। ওই জলযানটিতে থাকা ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুমান, দিন তিন-চার আগে নৌকাটি ইটালির উদ্দেশে রওনা হয়েছিল।