সন্ত্রাস প্রশ্নে রাষ্ট্রপুঞ্জকে কড়া বার্তা মোদীর

সন্ত্রাসের সংজ্ঞাই জানে না রাষ্ট্রপুঞ্জ। সন্ত্রাসবাদের ভয়াবহতার আগাম হিসেবও রাখে না তারা। তাই সময়ের নিরিখে খুব শীঘ্রই প্রাসঙ্গিকতা হারাতে চলেছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসেলস শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০৩:৫৭
Share:

সন্ত্রাসের সংজ্ঞাই জানে না রাষ্ট্রপুঞ্জ। সন্ত্রাসবাদের ভয়াবহতার আগাম হিসেবও রাখে না তারা। তাই সময়ের নিরিখে খুব শীঘ্রই প্রাসঙ্গিকতা হারাতে চলেছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সন্ত্রাসবিদ্ধ ব্রাসেলসে দাঁড়িয়ে এই কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বেলজিয়াম ছেড়ে আমেরিকা রওনা হওয়ার আগে এখানকার প্রবাসী ভারতীয়দের একটি সভায় হাজির হয়েছিলেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী
সেখানেই বললেন, ‘‘সন্ত্রাসবাদ আসলে কী, তার কোনও ধারণাই নেই রাষ্ট্রপুঞ্জের। কী ভাবে এর মোকাবিলা করতে হয়, তা-ও তারা জানে না। কারণ যুদ্ধের ভয়াবহতা থেকে তৈরি হয়েছিল এই প্রতিষ্ঠান। এর বাইরে আর কিছু ভাবার ক্ষমতাও রাখে না তারা।’’

Advertisement

সন্ত্রাসের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রপুঞ্জে একটি প্রস্তাব পাশের কথা দীর্ঘদিন ধরে বলে আসছে ভারত। কোন দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে, তার তালিকা তৈরির কথাও বলেছে তারা। কিন্তু ভারত সরকারের সেই আর্জিতে আমল দেয়নি রাষ্ট্রপুঞ্জ। মোদীর এই বার্তা তারই ফলশ্রুতি বলে মনে করছেন অনেকে।

গত সপ্তাহেই আইএসের হামলায় বেলজিয়ামে মৃত্যু হয়েছে ৩২ জনের। নিহতদের তালিকায় রয়েছে এক ভারতীয়ের নামও। সেই কথাই আরও এক বার সকলকে মনে করিয়ে দিয়ে মোদী বলেছেন, ‘‘গত ৪০ বছর ধরে সন্ত্রাসের সঙ্গে লড়াই করছে ভারত। বাকি বিশ্ব এত দিনে বুঝছে কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে এর। আমি জানি না, বিষয়টা নিয়ে রাষ্ট্রপুঞ্জ কবে সিদ্ধান্ত নেবে। যদি এর কোনও সমাধান না থাকে, তা হলে একটা প্রতিষ্ঠানের অপ্রাসঙ্গিক হয়ে যেতে বেশি সময় লাগবে না।’’

Advertisement

ব্রাসেলস থেকে আজই ওয়াশিংটন পৌঁছেছেন মোদী। আমেরিকায় দু’দিন থাকবে তিনি। সেখানে পরমাণু নিরাপত্তা বিষয়ক বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। কথা বলার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement