শনিবার ইজ়রায়েলের টিরা শহরে রকেট হামলায় ভেঙেছে বাড়ি। ছবি: এএফপি।
ইজ়রায়েলে শনিবার দিনভর রকেট হামলা। অন্তত ১৩০টি রকেট ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে শনিবার। সঙ্গে ছিল ড্রোন হামলাও। ইজ়রায়েলের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম টাইম্স অফ ইজ়রায়েল। রকেটগুলি অধিকাংশই উড়ে এসেছে লেবাননের দিক থেকে।
রকেট এবং ড্রোন হামলায় শনিবার উত্তর ইজ়রায়েলে জখম হয়েছেন অন্তত ১৯ জন। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, আহতের সংখ্যা আরও বেশি। মধ্য ইজ়রায়েলের টিরা শহরে একটি বাড়ির উপর রকেট গিয়ে পড়ে। রাজধানী তেল আভিভ থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই শহরে বেশ কয়েক জন জখম হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। চার জনের অবস্থা আশঙ্কাজনক।
ইজ়রায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, রকেট ছাড়াও শনিবার ১০টি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল তাদের দিকে। তার মধ্যে লেবানন থেকে উড়ে এসেছিল ছ’টি এবং ইরাক থেকে এসেছিল তিনটি ড্রোন। একটি ড্রোনের উৎস জানা যায়নি। এগুলির মধ্যে সাতটি ড্রোনই আটকে দেয় ইজ়রায়েলি সেনা। তবে টিরা শহরে রকেট হামলা ঠেকানো গেল না কেন, কোথায় প্রযুক্তি ব্যর্থ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
টিরা শহরে রকেট হামলা এবং ক্ষতিগ্রস্ত ভবনটির ভিডিয়ো ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক সমাজমাধ্যমে পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে, হামলার অভিঘাতে বাড়িটি ভেঙে পড়েছে। ভিতর থেকে ধোঁয়া এবং আগুন বেরোচ্ছে। উদ্ধারকারী দল ছোটাছুটি করছে ঘটনাস্থলে। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা এই হামলার নেপথ্যে রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, ওই গোষ্ঠীকে খতম না করা পর্যন্ত ইজ়রায়েলের বাহিনী বিশ্রাম নেবে না।
২০২৩ সালে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইজ়রায়েলের। সেই যুদ্ধ এখনও চলছে। প্রথম থেকেই যুদ্ধে হামাসকে সমর্থন করেছে লেবাননের গোষ্ঠী হিজ়বুল্লা। তাই ইজ়রায়েলও তার জবাব দিয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশে।