bomb

দুধের বোতল ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা টেনে তুললেন মাটি থেকে

সম্প্রতি এই ঘটনা ঘটেছে হ্যাম্পশায়ারের ব্রামডিনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৬:০৭
Share:

প্রতীকী ছবি।

দুধের বোতল ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড মাটি থেকে টেনে তুললেন এক ব্যক্তি। অল্পের জন্য প্রাণে রক্ষাও পেলেন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে হ্যাম্পশায়ারের ব্রামডিনে।

Advertisement

জেমস অসবর্ন নামে এক ব্যক্তি বাড়ির সামনে জঙ্গল পরিষ্কার করাচ্ছিলেন। কর্মচারী মাটি খুঁড়ে জায়গাটি পরিষ্কার করছিলেন। তখনই তিনটি বোতলকে মাটির নীচ থেকে উঁকি মারতে দেখেন তিনি। বোতলগুলো দেখতে ছিল অনেকটা দুধের বোতলের মতো। তার মুখটা সাদা এবং ভিতরে হলুদ রঙের তরল ছিল। তিনটি বোলতই টেনে বার করতে যান। তখনই তার ভিতর থেকে ধোঁয়া বার হতে শুরু করে।

ভয় পেয়ে যান তিনি। খবর যায় পুলিশে। শেষে বোম্ব স্কোয়াড এসে ওই এলাকা থেকে এমন ৪৮টি বোম নিষ্ক্রিয় করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement