Plane Crash

Plane Crash: সেনা কলেজ থেকে সদ্য পাশ করা ৮৫ জনকে নিয়ে বিমান ভেঙে পড়ল ফিলিপিন্সে

দক্ষিণ ফিলিপিন্সে সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে পাঠানো হচ্ছিল সকলকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১১:৫৮
Share:

জ্বলছে ধ্বংসাবশেষ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

রবিবার সাতসকালে সেনাবিমান ভেঙে পড়ল ফিলিপিন্সেবিমানটিতে ৮৫ জন যাত্রী ছিলেন। তার মধ্যে থেকে ৪০ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও দাউ দাউ করে জ্বলছে বিমানের ধ্বংসাবশেষ। তার মধ্যেই উদ্ধারকার্য চলছে। তবে ঠিক কত জন হতাহত হয়েছেন, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।

Advertisement

ফিলিপিন্সের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেনার সি-১৩০ বিমানটিতে মোট ৮৫ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেই সেনাবাহিনীর কর্মী। সবে প্রশিক্ষণ শেষ হয়েছিল। সন্ত্রাসদমনে যৌথ বাহিনীর সঙ্গে জোলো দ্বীপের সুলু প্রদেশে মোতায়েনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সকলকে।

ফিলিপিন্সের দক্ষিণ প্রান্ত সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। ‘আবু সায়াফ’-এর মতো সেখান থেকে যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করে। তাদের মোকাবিলা করতেই সেনা বাডা়নো হচ্ছিল সেখানে। তার মধ্যেই এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার সঙ্গে নাশকতার কোনও সংযোগ রয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement