জ্বলছে ধ্বংসাবশেষ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
রবিবার সাতসকালে সেনাবিমান ভেঙে পড়ল ফিলিপিন্সে। বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিলেন। তার মধ্যে থেকে ৪০ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও দাউ দাউ করে জ্বলছে বিমানের ধ্বংসাবশেষ। তার মধ্যেই উদ্ধারকার্য চলছে। তবে ঠিক কত জন হতাহত হয়েছেন, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।
ফিলিপিন্সের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেনার সি-১৩০ বিমানটিতে মোট ৮৫ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেই সেনাবাহিনীর কর্মী। সবে প্রশিক্ষণ শেষ হয়েছিল। সন্ত্রাসদমনে যৌথ বাহিনীর সঙ্গে জোলো দ্বীপের সুলু প্রদেশে মোতায়েনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সকলকে।
ফিলিপিন্সের দক্ষিণ প্রান্ত সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। ‘আবু সায়াফ’-এর মতো সেখান থেকে যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করে। তাদের মোকাবিলা করতেই সেনা বাডা়নো হচ্ছিল সেখানে। তার মধ্যেই এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার সঙ্গে নাশকতার কোনও সংযোগ রয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।