আয়তনে একটা প্রমাণ মাপের ফুটবল মাঠের চেয়েও ছোট। অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মত্স্যজীবী। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ মিগিঙ্গো সম্পর্কে কিছু জরুরি তথ্য।
কেনিয়া এবং উগান্ডার মাঝামাঝি অবস্থিত জনবহুল এই মিগিঙ্গো দ্বীপ।
প্রায় দু’ দশক আগে মিগিঙ্গো দ্বীপে বসবাস শুরু করেন একদল মত্স্যজীবী।
আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝে ভাসমান এই কেনীয় দ্বীপের মোট আয়তন ২ হাজার বর্গমিটার।
এই দ্বীপের বাসিন্দারা মূলত মত্স্যজীবী। মিগিঙ্গোয় বসবাস করেন হাজার খানেক মত্স্যজীবী।
ছোট্ট এই দ্বীপে কী নেই! দু’টি থানা, একটি গির্জা, একটি মসজিদ, একটি ক্যাসিনো, একটি হোটেল, ডজন খানেক রেস্তোরাঁ— আরও কত কী!