Pulitzer prize

পুলিৎজ়ার? ‘ওয়েল ডান’, রসিকতা টুইটারে

বাবার এই বার্তার স্ক্রিনশট টুইটারে পোস্ট করে মজা করে মেঘা লিখেছেন, ‘‘এক ভারতীয় বাবার প্রতিক্রিয়া।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ০৫:২৮
Share:

মেঘা রাজাগোপালন ফাইল চিত্র

উইঘুর মুসলিমদের উপরে চিন সরকারের অত্যাচারের কাহিনি তুলে ধরে সদ্য পুলিৎজ়ার পেয়েছেন তিনি। যদিও তা শুনে ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক মেঘা রাজাগোপালনের বাবার প্রতিক্রিয়ায় ছিল না কোনও অতিরিক্ত উচ্ছ্বাস। যেন বাবার চোখে মেঘার এই কৃতিত্ব খুব বড় কিছু নয়। অভিনন্দন জানানোর ভাষাতে তিনি একেবারেই আবেগহীন। মেয়ের উদ্দেশে তিনি স্রেফ লিখেছেন, ‘‘অভিনন্দন মেঘা। মা এই মাত্র খবরটা জানালেন। পুলিৎজ়ার পুরস্কার। ভাল কাজ করেছ।’’

Advertisement

বাবার এই বার্তার স্ক্রিনশট টুইটারে পোস্ট করে মজা করে মেঘা লিখেছেন, ‘‘এক ভারতীয় বাবার প্রতিক্রিয়া।’’ যা নিয়ে রসিকতায় মেতেছে টুইটার। অনেকে বলছেন, মেঘার বাবা একেবারে ‘যথাযথ ভারতীয় বাবা’। সন্তান যে উচ্চতাতেই পৌঁছন, তাঁদের কাছে তা যথেষ্ট নয়। লেখক ও প্রযোজক মীনা হ্যারি যেমন লিখেছেন, ‘‘মেঘার বাবা নিশ্চয়ই মেয়ের নোবেল পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা শুরু করে দিয়েছেন। আর এক জন নেট-নাগরিকের রসিকতা, ‘‘মাত্র একটা পুলিৎজ়ার? দু’টো নয় কেন? সারা বছর ধরে শুধুমাত্র একটা লেখার জন্য পুলিৎজ়ার পাওয়া কি যথেষ্ট?’’

এমনটা হামেশাই বলা হয়, ভারতীয় বাবা-মায়েদের প্রথম পছন্দ ছেলেমেয়েরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। সেই সুরে টুইটারে এক জনের বক্তব্য, পুলিৎজ়ার ঠিক আছে ‘‘কিন্তু ডাক্তার তো নয়। যাই হোক ভাল কাজ করেছ বেটি।’’

Advertisement

বাবার এই মামুলি প্রতিক্রিয়া আবার সম্পূর্ণ অন্য ভাবে ব্যাখ্যা করেছেন এক নেটিজ়েন। ‘ইন্ডিয়ান ড্যাড’ হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘‘ওঁরা তোমার সামনে খুব সংযত ভাবে তোমার প্রশংসা করবেন কিন্তু তুমি যখন সামনে থাকবে না তখন অন্যের সামনে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement