International News

কুকুরের মাপের টিকটিকি!

লালচে আঁশের মতো গা-ওয়ালা ম্যাক গেভার। আকারে একটি পাগের মতো। কিন্তু, ম্যাক গেভার আসলে একটি বিশালাকার টিকটিকি! ম্যাকের ওজন ২০ পাউন্ড অর্থাৎ ৯ কেজির কিছুটা বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১১:৪৪
Share:

মালকিনের সঙ্গে ম্যাক গেভার।

তিন জনের মধ্যে প্রচণ্ড দোস্তি। সারা ক্ষণই সে ওঁদের দু’জনের কারও না কারও বুকে, পিঠে, কাঁধে চড়ে সময় কাটাচ্ছে। শুধু বাড়িতে নয়, বাইরে গেলেও পিছু ধরে সে। কখনও বাস্কেটে বসে, কখনও কোলে চড়ে দিব্যি ঘুরে বেড়ায়। রাস্তায় বেরলে সকলেই অবাক হয়ে দেখেন। চমকে যান কেউ কেউ। ভয়ও পান অনেকে।

Advertisement

লালচে আঁশের মতো গা-ওয়ালা ম্যাক গেভার। আকারে একটি পাগের মতো। কিন্তু, ম্যাক গেভার আসলে একটি বিশালাকার টিকটিকি! ম্যাকের ওজন ২০ পাউন্ড অর্থাৎ ৯ কেজির কিছুটা বেশি। ক্যালিফোর্নিয়ার দম্পতি স্কট আর আইসের বড় আদরের পোষ্য ম্যাক। ছোট থেকেই স্কট আর আইস-এর আদরেই বেড়ে উঠেছে ম্যাক। একসঙ্গেই খাওয়া, বসা, শোয়া, বেড়ানো। আর্জেন্তেনীয় এই লাল টেগু টিকটিকির কখন কী দরকার লাগবে সবটাই বুঝতে পারেন স্কট দম্পতি।

আরও পড়ুন: কুকুরের পিঠে চড়ে খাবার ‘চুরি’ করতে ব্যস্ত খুদে! দেখুন ভিডিও

Advertisement

দ্য ডোডোকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্কট জানান, ম্যাক খুবই স্মার্ট। শুধু তাই নয়, এক কথায় ম্যাককে জিনিয়াস বলাও চলে। আঙুর খেতে খুব ভালবাসে সে। তবে মাংসও চলে তার, জানালেন আইস। ম্যাক আকারে এতটাই বড় যে সাধারণ পেট কেজ-এ রাখা যায় না তাকে। ফলে আলাদা করে একটি থাকার জায়গা বানানো হয়েছে তার জন্য। শীতল রক্তের প্রাণী হওয়ায় ম্যাকের জন্য তৈরি ঘরে কৃত্রিম আলো দিয়ে গরম তৈরির ব্যবস্থাও করেছেন আইস ও স্কট।

ম্যাকের নামে ইউটিউব পেজও খুলেছেন এই দম্পতি। সেখানে ৪৪ হাজার ফলোয়ার্স রয়েছে তার। পাশাপাশি ম্যাক গেভারের নামে রয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন অ্যাকাউন্টও। ইনস্টাগ্রামে ১৫৬ হাজার ফলোয়ার্স রয়েছে ম্যাকের!

ছবি ও ভিডিও: ম্যাক গেভারের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement