Youtube

বয়স মাত্র সাত, মালিক ১৫৪ কোটির!

ইউটিউবে পুঁচকে রায়ান তার চ্যানেল ‘রায়ান টয় রিভিউ’-র মাধ্যমে বিভিন্ন খেলনার রিভিউ করে থাকে। ইউটিউবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ১ কোটি ৭৩ লক্ষেরও বেশি। এই চ্যানেলের মাধ্যমে রায়ান চলতি বছরের ১ জুন অবধি উপার্জন করেছিল প্রায় ২২ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫৪.৮ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ২০:০৩
Share:

এই ছোট্ট রায়ানই চমকে দিয়েছে বিশ্বকে

একেই হয়তো বলে বছর শেষের ধামাকা! চলতি বছর শেষ হওয়ার মুখেই মার্কিন ব্যবসা সংক্রান্ত পত্রিকা ‘ফোর্বস’ প্রকাশ করল জনপ্রিয়তম ভিডিয়ো ওয়েবসাইট ইউটিউবের সেরা ধনীদের তালিকা। আর সেই তালিকাতেই সবাইকে ছাপিয়ে এক নম্বরে যাকে দেখা যাচ্ছে, তাতেই চক্ষু চড়কগাছ সকলের!

Advertisement

‘ফোর্বস’ প্রকাশিত এই তালিকাতে প্রথম স্থানে দেখা যাচ্ছে বছর সাতেকের বালক রায়ানকে। ইউটিউবে পুঁচকে রায়ান তার চ্যানেল ‘রায়ান টয় রিভিউ’-র মাধ্যমে বিভিন্ন খেলনার রিভিউ করে থাকে। ইউটিউবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ১ কোটি ৭৩ লক্ষেরও বেশি। এই চ্যানেলের মাধ্যমে রায়ান চলতি বছরের ১ জুন অবধি উপার্জন করেছিল প্রায় ২২ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫৪.৮ কোটি টাকা।

‘ফোর্বস’ আরও জানিয়েছে যে, এই বছরে ইউটিউব থেকে রায়ানের উপার্জনের পরিমাণ ২০১৭ সালে রায়ানের উপার্জনের পরিমাণের থেকে প্রায় দ্বিগুণ। ২০১৭ সালে এই তালিকায় রায়ান অষ্টম স্থানে ছিল বলে জানা গিয়েছে।

Advertisement

আরও খবর: গাঁজা চাষে প্রচুর চাকরি, ডাকছে কানাডা

আরও খবর: মার্কিন নিষেধাজ্ঞার জের, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি বন্ধের হুমকি ইরানের

‘ফোর্বস’ প্রকাশিত এই তালিকায় রায়ানের পরে যাঁরা আছেন, তাঁরা প্রত্যেকেই রায়ানের থেকে বয়সে অনেকটাই বড়। সাত বছর বয়সেই ১৫০ কোটির বেশি টাকার মালিক রায়ান কোথায় গিয়ে থামবেন, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement