ভারতে গঞ্জিকা সেবনকে বৈধ করার পক্ষে সম্প্রতি একটি ব্যক্তিগত বিল এনেছেন আপ সাংসদ ধর্মবীর গাঁধী। আগামী ২০ নভেম্বর সংসদের অধিবেশনে এই বিলটি পেশ করবেন তিনি। ধর্মবীরের যুক্তি, আদি কাল থেকেই ভারতীয় সংস্কৃতিতে গাঁজার প্রচলন রয়েছে। মাদকদ্রব্য বিষয়ক চলতি আইনে শুধুমাত্র ড্রাগ মাফিয়া এবং দেশে হেরোইন, কোকেইনের মতো ক্ষতিকারক মাদকের উপরই নিয়ন্ত্রণ আনতে জোর দেওয়া হয়েছে। ফলে গাঁজার মতো সফ্ট মাদক, আইনের আওতা থেকে রেহাই পেতে পারে। ভারতে গাঁজা বৈধ হবে কি হবে না সময়ই বলবে। তবে বিশ্বের বেশ কয়েকটি দেশে কিন্তু আইনত বৈধ মারিজুয়ানা বা গাঁজা।
আরও পড়ুন: দেশে বৈধ হোক গাঁজা, বিল নিয়ে সংসদে আপ সাংসদ