এই সেই উদ্ধারকারী কুকুর মার্চ।
মার্চ এখন সর্বক্ষণ দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, ধীরে ধীরে তার আগ্রহও কমে যাচ্ছে। মনের চাপা যন্ত্রণা সহ্য করতে করতে এখন সে অসুস্থ।
মার্চ, একটি উদ্ধারকারী কুকুরের নাম। এক সময় অনেক যুদ্ধ জয় করা মার্চের এখন ঠাঁই ফিলাডেলফিয়ার একটি ডগ শেল্টারে। ৫৮ পাউন্ড ওজনের মার্চকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ফিলাডেলফিয়ার এই শেল্টার হাউজে। তখন থেকেই শেল্টার হাউজের একটি ঘরে ঠাঁই হয় মার্চের। দিনের পর দিন ঘরের কোণে বসে থেকে ডিপ্রেসশনে চলে যাচ্ছিল সে। এক দিন তাকে নিয়ে যাওয়ার জন্য এক ব্যক্তি ওই হাউজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। দর দাম সব কিছুই ঠিক হয়ে যায়। সে যে নতুন একটা জীবন ফিরে পেতে চলেছে বুঝতে পারে মার্চ। কিন্তু শেষ মুহূর্তে সব বাতিল হয়ে যায়। মার্চের জীবনেও নেমে আসে অন্ধকার। এখন সে তার ঘরের এক কোণে বসে দেওয়ালের দিকে বিষাদ মনে তাকিয়ে থাকে।