প্রায় দু’ কোটির লটারি জিতলেন প্রৌঢ়।
স্বপ্নে দেখেছিলেন নম্বরটা। সেই নম্বর মিলিয়েই কিনেছিলেন লটারির টিকিট। তাতে যে এ ভাবে ভাগ্য ঘুরে যাবে স্বপ্নেও ভাবেননি আলোনজো কোলম্যান। লটারিতে আড়াই লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৯৭ লক্ষ ২৬ হাজার টাকা) জিতেছেন আমেরিকার ভার্জিনিয়ার ওই প্রৌঢ়।
মাত্র দুই ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৬ টাকা) দিয়ে টিকিটটি কিনেছিলেন কোলম্যান। ১১ জুন হয়েছিল খেলা। বৃহস্পতিবার যখন ফল ঘোষণা হয়, তখন বিশ্বাসই করে উঠতে পারেননি তিনি। লটারি সংস্থার কর্মীদের বলেন, ‘‘এটা বিশ্বাস করা খুব শক্ত। এখনও মাথায় ঢুকছে না।’’
কোলম্যান চাকরি থেকে অবসর নিয়েছেন। তবে তাঁর বয়স কত, তা জানায়নি ওই লটারি সংস্থা। ওই লটারির প্রথম পুরস্কার মূল্য ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি ৮০ লাখ টাকা)। দ্বিতীয় পাঁচ লক্ষ ডলার (প্রায় চার কোটি টাকা)। তৃতীয় পুরস্কার মূল্য আড়াই লক্ষ ডলার, যা জিতেছেন কোলম্যান। পরিসংখ্যান বলছে, প্রথম পুরস্কার জেতেন ৩৮ লক্ষ গ্রাহকের মধ্যে এক জন। এর আগে মিশিগানের এক ট্রাকচালক প্রথম পুরস্কার জিতেছিলেন। যদিও প্রথমে ওই ট্রাকচালক ভেবেছিলেন, দু’হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) জিতেছেন।