বরাত জোরে বেঁচে গেলেন ৩০ বছরের যুবক। — ফাইল ছবি।
সপ্তাহান্তে গ্রিসের কাসান্দ্রার মাইটি সৈকতে বেড়াতে গিয়েছিলেন যুবক। প্রবল স্রোত টেনে নিয়ে যায়। ভেবেছিলেন আর বাঁচবেন না। বরাত জোরে বেঁচে গেলেন ৩০ বছরের যুবক। গভীর সমু্দ্রে বাচ্চাদের খেলার ফুটবলের আঁকড়ে ভেসে রইলেন ১৮ ঘণ্টা। শেষমেশ উপকূলরক্ষীরা এসে উদ্ধার করেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম ইভান। ইউরোপের উত্তর ম্যাসিডোনিয়ার বাসিন্দা। এক সঙ্গীর সঙ্গে সমুদ্রে নেমেছিলেন। স্রোত টেনে নিয়ে যায় যুবককে। উপকূলরক্ষীদের খবর দেন ইভানের সঙ্গী। কিন্তু তাঁকে আর পাওয়া যায়নি।
তত ক্ষণে ইভান সমু্দ্রে অনেক দূর ভেসে গিয়েছেন। কোনও মতে আঁকড়ে ধরেন একটি বল। মাঝে মধ্যেই ফুরিয়ে যাচ্ছিল বলটির হাওয়া। ফের মুখ দিয়ে হাওয়া ভরে বলটি ফুলিয়ে নেন ইভান। ওই বলটি ১০ দিন আগে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি সৈকতে নিয়ে খেলছিল দু্’টি শিশু। স্রোতে ভেসে যায়। বলটি দেখে চিনতে পেরেছেন শিশু দু’টির মা।