প্রতীকী ছবি
ঘুষি মেরে হাঙরের হামলা থেকে কোনও ক্রমে বাঁচলেন ফরাসি এক যুবক। মেলবোর্ন থেকে গাড়িতে ঘণ্টা দেড়েকের দূরত্বে ভিক্টোরিয়ার বেল্স সৈকতের কাছে শুক্রবার হাঙরের আক্রমণের মুখে পড়েন ডিলান নাকাস নামে বছর তেইশের ওই যুবক। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে দুই ব্যক্তি প্রাণপণে সাঁতার কাটছেন, আর তাঁদের ধাওয়া করছে একটি হাঙর। একটা সময়ে ডিলানের একটি পা কামড়ে ধরে হাঙরটি। নিজেকে বাঁচাতে হাঙরটিকে একটি ঘুষি মারেন ডিলান। তাতেও পা ছাড়েনি হাঙর। আরও একটি ঘুষি মারেন যুবক। শেষমেশ ছেড়ে পালায় হাঙরটি। পায়ে চোট পেয়েছেন ডিলান। গ্রাহাম ব্লেড নামে আর এক অস্ট্রেলীয় যুবক পুরো দৃশ্যটি ভিডিয়ো করেছেন।