Job

Job: চাকরি খুঁজে হতাশ, অফিসে অফিসে কিউআর কোড লাগিয়ে এলেন যুবক!

এ অফিস ও অফিস ঘুরে কাজ চাইতে চাইতে যখন তিনি ক্লান্ত, তখনই কিউআর কোডের বিষয়টি তাঁর মাথায় আসে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১৭:৪০
Share:

জর্জ কোনিয়র্ক।

চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিলেন যুবক। এ অফিস, ও অফিস ঘুরে ঘুরেও চাকরি মেলেনি। শেষমেশ প্রতিটি অফিসের সামনে বড় বড় কিউআর কোড টাঙিয়ে এলেন।

Advertisement

যুবকের নাম জর্জ কোনিয়র্ক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট এডমন্ড কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন। কোনও বিমা সংস্থা বা ব্যাঙ্কে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলেন। সেই সুবাদে একের পর এক ব্যাঙ্ক এবং বিমা সংস্থায় সিভি পাঠান। কিন্তু অধিকাংশ সংস্থা থেকে উত্তর আসেনি। আবার কিছু সংস্থা তাঁর সিভি বাতিল করেছে। বার বার সিভি বাতিল হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন জর্জ।

এ অফিস ও অফিস ঘুরে কাজ চাইতে চাইতে যখন তিনি ক্লান্ত, তখনই কিউআর কোডের বিষয়টি তাঁর মাথায় আসে। জর্জ জানিয়েছেন, কেউ যদি তাঁর সিভি দেখতে চায় তা হলে ওই কিউআর কোড স্ক্যান করলেই সিভি এবং তাঁর লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement