Hand Grenade

ঘর সাজানোর জন্য নিয়ে এসেছিলেন বেশ কয়েকটি তাজা গ্রেনেড, তার পর যা হল

এক প্রতিবেশী ওই ব্যক্তির বাড়িতে এসে হ্যান্ড গ্রেনেডগুলি দেখতে পেয়ে আঁতকে উঠেছিলেন। তিনি পুলিশে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ডেভনে ওই ব্যক্তির বাড়িতে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৪
Share:

ঘর থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড। প্রতীকী ছবি।

ভেবেছিলেন ঘরটিকে অস্ত্রাগারের মতো সাজিয়ে তুলবেন। যেমন ভাবা, তেমন কাজ। সাজিয়ে তোলার প্রথম কাজটি শুরু করেছিলেন হ্যান্ড গ্রেনেড দিয়ে। বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেড নিয়ে আসেন, সেগুলি শো পিসের মতো সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়েও রেখেছিলেন ব্রিটেনের ডেভনের এক ব্যক্তি।

Advertisement

এক প্রতিবেশী ওই ব্যক্তির বাড়িতে এসে হ্যান্ড গ্রেনেডগুলি দেখতে পেয়ে আঁতকে উঠেছিলেন। তিনি পুলিশে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ডেভনে ওই ব্যক্তির বাড়িতে আসে। তারা দেখে হ্যান্ড গ্রেনেডগুলি সযত্নে সাজিয়ে রাখা রয়েছে তাকে। গ্রেনেডগুলি দেখে পুলিশ বুঝতে পারে যে, এগুলি সবক’টিই তাজা। ডেভনের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তির বাড়িতে যতগুলি গ্রেনেড উদ্ধার হয়েছে, সেগুলি একসঙ্গে ফাটলে ওই এলাকার বেশির ভাগ বাড়ি উড়ে যেত। তাই বড়সড় বিপদ ঘটার আগেই গ্রেনেডগুলি বাড়ি থেকে বার করে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাটি ৩১ জানুয়ারির। গ্রেনেডগুলি নিষ্ক্রিয় করার আগে পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছিল। রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তার পর গ্রেনেডগুলি নিষ্ক্রিয় করা হয়। কেন তিনি ঘর সাজানোর জন্য গ্রেনেডগুলি এনেছিলেন? এই প্রশ্নের জবাবে ওই ব্যক্তির সরল স্বীকারোক্তি, “জানতাম না, এগুলি তাজা গ্রেনেড। ভাল লেগেছিল, তাই ঘরে সাজিয়ে রেখেছিলাম।” তবে কাউকে মারার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন ওই ব্যক্তি। এই গ্রেনেড ফাটলে তার অভিঘাত কী হত তা জানতে পেরে নিজেও আঁতকে উঠেছিলেন ওই ব্যক্তি। তাঁর দাবি, কোনও খারাপ উদ্দেশ্য নয়, শুধু সাজানোর জন্যই গ্রেনেডগুলি এনেছিলেন। পাশাপাশি তিনি ভাবতেই পারেননি যে, গ্রেনেডগুলি তাজা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement