bathing

মেট্রোর মধ্যে পোশাক ছাড়লেন, আবার স্নানও করলেন যুবক!

যুবকের স্নানের এই ভিডিয়োই স্মৃতি উস্কে দিয়েছে দিল্লি মেট্রোয় এক তরুণীর অন্তর্বাস পরে সফর করার ঘটনা। যা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজধানীতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৩৩
Share:

মেট্রোর মধ্যে স্নান যুবকের। ছবি: সংগৃহীত।

মেট্রোর মধ্যে অন্তর্বাস পরে সফর করা, এক যুগলের চুম্বনের দৃশ্য ভাইরাল হওয়ার পর, এ বার চলন্ত মেট্রোয় স্নান করার ঘটনাও প্রকাশ্যে এল। তবে দিল্লি মেট্রো নয়, এটি আমেরিকার নিউ ইয়র্কের ঘটনা।

Advertisement

সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যাত্রী আসন থেকে এক যুবক উঠে বসলেন। তার পর একটি ট্রলিব্যাগ মেট্রোর ফুটবোর্ডে রাখলেন। যুবক কী করতে চাইছেন, তখন কেউ বুঝে উঠতেই পারছিলেন না। তাঁর দিকে হাঁ করে তাকিয়ে রইলেন যাত্রীরা এবং বোঝার চেষ্টা করছিলেন, যুবক কী করার চেষ্টা করছেন।

এর পরই যুবক এক এক করে পোশাক খুলতে শুরু করেন। তার পর ট্রলিব্যাগ খুললেন। একটা ছোট জ্যারিকেন থেকে সেই বাক্সে জল ঢাললেন। তার পর বাক্সের ভিতরে দাঁড়িয়ে পড়লেন। এর পর গায়ে সাবান মাখলেন। তার পর গায়ে জলও ঢাললেন। সবশেষে গা মুছে আবার পোশাক পরে নিলেন। যুবকের এই কাণ্ড দেখে সকলে হতবাক। কেউ কেউ আবার হেসে গড়িয়েও পড়েন।

Advertisement

যুবকের স্নানের এই ভিডিয়োই স্মৃতি উস্কে দিয়েছে দিল্লি মেট্রোয় এক তরুণীর অন্তর্বাস পরে সফর করার ঘটনা। যা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজধানীতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement