Cannibal

Cannibalism: মানুষের মাংসে সারবে মাথার রোগ! খুনের কিনারা করতে গিয়ে নরখাদকের দেখা পেল পুলিশ

রাসেলের ঘর থেকে রক্তমাখা ছুরি, বেশ কয়েকটি পাত্র উদ্ধার হয়েছে। সে আরও কাউকে খুন করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১১:২৮
Share:

প্রতীকী ছবি।

মানুষের মাংস খেলে নাকি তার মাথার রোগ সারবে। এই ধারণা থেকে মানুষ খুন করা শুরু করেছিল সে। খুন করে বছর সত্তরের এক বৃদ্ধকে। মানুষের মাংস খাওয়ার অভিযোগে সম্প্রতি জেমস ডেভিড রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি আমেরিকার ইদাহোর।

পুলিশ জানিয়েছে, বছর সত্তরের ডেভিড ফ্ল্যাগেট নামে এক ব্যক্তি হঠাৎই নিখোঁজ হয়ে যান। তদন্তে নেমে পুলিশ রাসেলের বাড়ির বাইরে একটি গাড়ি থেকে ডেভিডের দেহাবশেষ উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় ডেভিডের হাত পিছমোড়া করে ডাকটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল। তাঁর শরীরের বেশ কিছু অংশ গায়েব ছিল। ডেলি বিস্ট-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রাসেলের প্রতি সন্দেহ হওয়ায় তার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে রক্তমাখা ছুরি, বেশ কয়েকটি পাত্র উদ্ধার হয়েছে। রাসেল আরও কাউকে খুন করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement