রক্ষকই ভক্ষক! পুলিশের অধিকর্তা, যার কি না কাজই হল রক্ষা করা, সে-ই এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হল। বিচারক তাকে ১০০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন।
ঘটনাটা অবশ্য বছর তিনেক আগের, ২০১২ সালের। দোষী ৫৪ বছরের মালয়েশিয়া পুলিশের অফিসার রহাইজাত আব্দুল আনি। অভিযোগ, সেই বছরের ফেব্রুয়ারি থেকে মে, টানা তিন মাস রহাইজাত ১৩ বছরের এক নাবালিকাকে একাধিক বার ধর্ষণ করে। ওই বছরেই তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের জন্য তার বিরুদ্ধে চারটি মামলা আনা হয়। তিন বছর ধরেই সেই ধর্ষণের মামলা চলছিল। বুধবার মালয়েশিয়ার সেশন কোর্টের বিচারক প্রতিটি মামলায় তাকে ২০ বছরের হাজত বাসের সাজা শোনান। সেই অনুযায়ী মোট ১০০ বছরের হাজত বাসের সাজা শুনিয়েছে আদালত। সঙ্গে রয়েছে ১৫ বার বেত্রাঘাতের নির্দেশ।
পড়ুন: ভয়ে ডেরা বদল নাবালক ধর্ষকের
ওই দিন কোর্টে ধূসর কালো রঙের জ্যাকেট পরে স্থির চোখে তাকিয়ে ছিল ওই পুলিশ অফিসার। সাজা শোনানোর সময় উপস্থিত ছিলেন তার স্ত্রীও। তিনি কিছুই বলেননি। তাঁকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, স্বামীকে বাঁচানোর জন্য কোনও লড়াই তিনি চালাতে চান না। শুধুমাত্র মামলার পরিণতি জানতেই তাঁর আসা।